ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ ১
ভারতে কত ধরণের বৃষ্টিপাত দেখা যায় ?
(a) ৪ প্রকার
(b) ৬ প্রকার
(c) ৭ প্রকার
(d) ৩ প্রকার
উত্তরঃ D
প্রশ্নঃ ২
বর্হি হিমালয়ের ওপর নাম কি ?
(a) কুমায়ুন
(b) হিমাদ্রি
(c) শিবালিক
(d) কোনোটিই নয়
উত্তরঃ C
প্রশ্নঃ ৩
কোন অঞ্চলের ঝড় ম্যাংগো শাওয়ার নামে পরিচিত ?
(a) উত্তর ভারত
(b) দক্ষিণ ভারত
(c) পূর্ব ভারত
(d) পশ্চিম ভারত
উত্তরঃ B
প্রশ্নঃ ৪
ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
(a) দেরাদুন
(b) কলকাতা
(c) ইম্ফল
(d) ব্যাঙ্গালোর
উত্তরঃ A
প্রশ্নঃ ৫
ভারতের সর্বোচ্চ গ্রাভিটি বাঁধ কোনটি ?
(a) হীরাকুঁদ
(b) ভাকরা
(c) মেত্তুর
(d) মৈথান
উত্তরঃ B
প্রশ্নঃ ৬
ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
(a) সিয়াচীন
(b) জেমু
(c) কোলাহই
(d) পিন্ডালী
উত্তরঃ A
প্রশ্নঃ ৭
NH১A কাদের মধ্যে সংযোগ স্থাপন করে ?
(a) শ্রীনগর-লাদাখ
(b) কাশ্মীর-লাদাখ
(c) জলন্ধর-উড়ি
(d) জলন্ধর-শ্রীনগর
উত্তরঃ C
প্রশ্নঃ ৮
অপ্রচলিত শক্তির উদাহরণ নয় -
(a) পারমাণবিক শক্তি
(b) বায়ুশক্তি
(c) জলশক্তি
(d) সৌরশক্তি
উত্তরঃ A
প্রশ্নঃ ৯
সাগরমাথা নাম পরিচিত কোনটি ?
(a) এভারেস্ট
(b) নন্দাদেবী
(c) কাঞ্চনজঙ্ঘা
(d) কোনোটিই নয়
উত্তরঃ A
প্রশ্নঃ ১০
অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি ?
(a) কাবেরী
(b) গোদাবরী
(c) মহানদী
(d) নর্মদা
উত্তরঃ D

Comments
Post a Comment