ভারতবর্ষের ভূপ্রকৃতিগত তারতম্য ও বিভাগসমূহ ভারতবর্ষ একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ। এর ভূপ্রকৃতিতে পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, উপকূল এবং দ্বীপপুঞ্জ—সবকিছুরই সহাবস্থান দেখা যায়। এই প্রাকৃতিক বৈচিত্র্যের তারতম্য অনুযায়ী ভারতবর্ষকে প্রধানত পাঁচটি বা ছয়টি প্রধান ভাগে ভাগ করা যায়। ঐতিহাসিক ও ভৌগোলিক উভয় দৃষ্টিকোণ থেকেই এই বিভাগগুলো গুরুত্বপূর্ণ।
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ ১
ভারতে কত ধরণের বৃষ্টিপাত দেখা যায় ?
(a) ৪ প্রকার
(b) ৬ প্রকার
(c) ৭ প্রকার
(d) ৩ প্রকার
উত্তরঃ D
প্রশ্নঃ ২
বর্হি হিমালয়ের ওপর নাম কি ?
(a) কুমায়ুন
(b) হিমাদ্রি
(c) শিবালিক
(d) কোনোটিই নয়
উত্তরঃ C
প্রশ্নঃ ৩
কোন অঞ্চলের ঝড় ম্যাংগো শাওয়ার নামে পরিচিত ?
(a) উত্তর ভারত
(b) দক্ষিণ ভারত
(c) পূর্ব ভারত
(d) পশ্চিম ভারত
উত্তরঃ B
প্রশ্নঃ ৪
ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
(a) দেরাদুন
(b) কলকাতা
(c) ইম্ফল
(d) ব্যাঙ্গালোর
উত্তরঃ A
প্রশ্নঃ ৫
ভারতের সর্বোচ্চ গ্রাভিটি বাঁধ কোনটি ?
(a) হীরাকুঁদ
(b) ভাকরা
(c) মেত্তুর
(d) মৈথান
উত্তরঃ B
প্রশ্নঃ ৬
ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
(a) সিয়াচীন
(b) জেমু
(c) কোলাহই
(d) পিন্ডালী
উত্তরঃ A
প্রশ্নঃ ৭
NH১A কাদের মধ্যে সংযোগ স্থাপন করে ?
(a) শ্রীনগর-লাদাখ
(b) কাশ্মীর-লাদাখ
(c) জলন্ধর-উড়ি
(d) জলন্ধর-শ্রীনগর
উত্তরঃ C
প্রশ্নঃ ৮
অপ্রচলিত শক্তির উদাহরণ নয় -
(a) পারমাণবিক শক্তি
(b) বায়ুশক্তি
(c) জলশক্তি
(d) সৌরশক্তি
উত্তরঃ A
প্রশ্নঃ ৯
সাগরমাথা নাম পরিচিত কোনটি ?
(a) এভারেস্ট
(b) নন্দাদেবী
(c) কাঞ্চনজঙ্ঘা
(d) কোনোটিই নয়
উত্তরঃ A
প্রশ্নঃ ১০
অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি ?
(a) কাবেরী
(b) গোদাবরী
(c) মহানদী
(d) নর্মদা
উত্তরঃ D

Comments
Post a Comment