Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় (A detailed introduction to the social life of the inhabitants of the Harappan civilization)

🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয়           হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪৫

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতের অর্থনীতি কোন ধরণের অর্থনীতি ? উত্তর: মিশ্র অর্থনীতি  প্রশ্ন:২ ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে কোন সালে ? উত্তর: ১৯৮৪ সালে  প্রশ্ন:৩ নর্মদা নদীর উৎপত্তি কোথায় ? উত্তর: অমরকণ্টক মালভূমি 

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪৪

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ মানুষের শরীরের কোন অংশে কাফ মাসল দেখা যায় ? উত্তর: পা  প্রশ্ন:২ 'আন্তঃমৌসুমী জলবায়ুর দেশ' নামে বিখ্যাত কোনটি ? উত্তর: ভারত প্রশ্ন:৩ 'সূর্য সিদ্ধান্ত' গ্রন্থটি কোন বিষয়ক ? উত্তর: জ্যোতির্বিদ্যা 

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪৩

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম কারখানা স্থাপন করেন ? উত্তর: সুরাট  প্রশ্ন:২ সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ? উত্তর: আলফা সেন্টাউরি  প্রশ্ন:৩ ছত্তীসগড়ের সরকারি ভাষা কোনটি ? উত্তর: হিন্দি 

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪২

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত ? উত্তর: কপিল দেব। প্রশ্ন:২ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো হ্রদ কোনটি ? উত্তর: কাস্পিয়ান সাগর। প্রশ্ন:৩ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ? উত্তর: আমেদাবাদকে।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪১

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ দোদাবেতা কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ? উত্তর: নীলগিরি। প্রশ্ন:২ ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোন্ নদীতে গড়ে ওঠে ?  উত্তর: দামোদর। প্রশ্ন:৩ কোন্ রাজ্যের উপকূল কে করমন্ডল বলা হয় ? উত্তর: তামিলনাড়ু।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৪০

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতের চিল্কা হ্রদ কোথায় অবস্থিত ? উত্তর: ওড়িশায়। প্রশ্ন:২ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ? উত্তর: ৮ মিনিট ২০ সেকেন্ড। প্রশ্ন:৩ সুভাষচন্দ্র বসু কে নেতাজী আখ্যা কে দিয়েছিলেন ? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩৯

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায় ? উত্তর: পুনে। প্রশ্ন:২ ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন ? উত্তর: ভাস্কো–দা–গামা। প্রশ্ন:৩ ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন ? উত্তর: হরি সিং।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩৮

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কোনটি ?  উত্তর: গোল্ড। প্রশ্ন:২ নিম্নলিখিত কোন্ রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না ?   উত্তর: পশ্চিমবঙ্গ। প্রশ্ন:৩ ভুটানের দীর্ঘতম নদী কোনটি ?  উত্তর: মানস।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩৭

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ Wings of Fire আত্মজীবনীটি হল— উত্তর: এ পি জে আব্দুল কালাম। প্রশ্ন:২ ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন— উত্তর: বাচেন্দ্ৰী পাল। প্রশ্ন:৩ ফাউন্টেন পেন আবিষ্কার করেন— উত্তর: ওয়াটার ম্যান।

[VSQ] সাধারণ জ্ঞান–সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেট–১৩৬

সাধারণ জ্ঞান প্রশ্ন:১ ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন্ দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ? উত্তর: ব্রিটেন। প্রশ্ন:২ কোন্ দেশটির কোনো লিখিত সংবিধান নেই ? উত্তর: ইংল্যান্ড। প্রশ্ন:৩ ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ? উত্তর: ৩৮৯ জন।