শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
Wings of Fire আত্মজীবনীটি হল—
উত্তর: এ পি জে আব্দুল কালাম।
প্রশ্ন:২
ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন—
উত্তর: বাচেন্দ্ৰী পাল।
প্রশ্ন:৩
ফাউন্টেন পেন আবিষ্কার করেন—
উত্তর: ওয়াটার ম্যান।
প্রশ্ন:৪
ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল—
উত্তর: গোয়া।
প্রশ্ন:৫
পরিব্রাজক গ্রন্থটি রচনা করেছেন—
উত্তর: স্বামী বিবেকানন্দ।
প্রশ্ন:৬
ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরষ্কার বিজয়িনী হলেন—
উত্তর: আশাপূর্ণা দেবী।
প্রশ্ন:৭
পৃথিবীর ছাদ বলা হয়—
উত্তর: পামীর মালভূমিকে।
প্রশ্ন:৮
শ্রীচৈতন্য দেব প্রবর্তিত ধর্মের নাম হল—
উত্তর: বৈষ্ণব।
প্রশ্ন:৯
শিবপুরে বিশপস্ কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮২০ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:১০
মাস্টার দা নামে পরিচিত হল—
উত্তর: সূর্য সেন।
Comments
Post a Comment