পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মানুষের শরীরের কোন অংশে কাফ মাসল দেখা যায় ?
উত্তর:
পা
প্রশ্ন:২
'আন্তঃমৌসুমী জলবায়ুর দেশ' নামে বিখ্যাত কোনটি ?
উত্তর:
ভারত
প্রশ্ন:৩
'সূর্য সিদ্ধান্ত' গ্রন্থটি কোন বিষয়ক ?
উত্তর:
জ্যোতির্বিদ্যা
প্রশ্ন:৪
জীবন্ত গাছ বা ঝোঁপ কেটে বাহারি চেহারা দেওয়াকে কি বলে ?
উত্তর:
টোপয়ারি
প্রশ্ন:৫
বিহু কোন রাজ্যের উৎসব ?
উত্তর:
অসম
প্রশ্ন:৬
The Black Death কি ?
উত্তর:
প্লেগ মহামারি
প্রশ্ন:৭
পূর্বের স্কটল্যান্ড বলা হয় কোন স্থানকে ?
উত্তর:
শিলং
প্রশ্ন:৮
ভারতের শিল্পের সূচনা হয় কখন ?
উত্তর:
সিন্ধু সভ্যতার সময় থেকে ?
প্রশ্ন:৯
পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তর:
B5
প্রশ্ন:১০
তাজমহলের নকশা কে তৈরী করেন ?
উত্তর:
মহম্মদ ঈশা
Comments
Post a Comment