দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত ?
উত্তর: কপিল দেব।
প্রশ্ন:২
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো হ্রদ কোনটি ?
উত্তর: কাস্পিয়ান সাগর।
প্রশ্ন:৩
ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তর: আমেদাবাদকে।
প্রশ্ন:৪
আব্রাহাম লিংকন কোন্ দেশের প্রেসিডেন্ট ছিলেন ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের।
প্রশ্ন:৫
কোনটি পৃথিবীর নিরব শহর নামে পরিচিত ?
উত্তর: রোম।
প্রশ্ন:৬
প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয়—
উত্তর: ৭৭৬ খ্রিষ্টপূর্বে।
প্রশ্ন:৭
সূর্যসিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর: আর্যভট্ট।
প্রশ্ন:৮
আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায়—
উত্তর: ১৯৪৫ সালে।
প্রশ্ন:৯
কোন্ দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় ?
উত্তর: নিউজিল্যান্ডের মহিলারা।
প্রশ্ন:১০
কোলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি ?
উত্তর: হলদিয়া।
Comments
Post a Comment