দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত ?
উত্তর: কপিল দেব।
প্রশ্ন:২
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো হ্রদ কোনটি ?
উত্তর: কাস্পিয়ান সাগর।
প্রশ্ন:৩
ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তর: আমেদাবাদকে।
প্রশ্ন:৪
আব্রাহাম লিংকন কোন্ দেশের প্রেসিডেন্ট ছিলেন ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের।
প্রশ্ন:৫
কোনটি পৃথিবীর নিরব শহর নামে পরিচিত ?
উত্তর: রোম।
প্রশ্ন:৬
প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয়—
উত্তর: ৭৭৬ খ্রিষ্টপূর্বে।
প্রশ্ন:৭
সূর্যসিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর: আর্যভট্ট।
প্রশ্ন:৮
আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায়—
উত্তর: ১৯৪৫ সালে।
প্রশ্ন:৯
কোন্ দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় ?
উত্তর: নিউজিল্যান্ডের মহিলারা।
প্রশ্ন:১০
কোলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি ?
উত্তর: হলদিয়া।
Comments
Post a Comment