পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায় ?
উত্তর: পুনে।
প্রশ্ন:২
ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন ?
উত্তর: ভাস্কো–দা–গামা।
প্রশ্ন:৩
ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন ?
উত্তর: হরি সিং।
প্রশ্ন:৪
দ্য ডিভাইন কমেডি গ্রন্থটি কে রচনা করেছেন ?
উত্তর: দান্তে।
প্রশ্ন:৫
চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতা কে ছিলেন ?
উত্তর: সূর্য সেন।
প্রশ্ন:৬
বউ ঠাকুরাণীর হাট উপন্যাসটি কে রচনা করেছেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:৭
আর্য সমাজের প্রতিষ্ঠতা কে ?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।
প্রশ্ন:৮
বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত ?
উত্তর: কল্পনা দত্ত।
প্রশ্ন:৯
সার্ক কত সালে গঠিত হয় ?
উত্তর: ১৯৮৫ সালে।
প্রশ্ন:১০
রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছেন ?
উত্তর: কলহন।
Comments
Post a Comment