রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত উক্তি ১. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।" ২. "আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন।" ৩. "আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা এটি ভালবাসি।" ৪. "মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে।" ৫. "যা তুমি দিতে পারো না, তা চাইতে এসো না।" ৬. "জীবনকে গভীর থেকে উপলব্ধি করো, তার সৌন্দর্য ও রহস্য উন্মোচন হবে।"
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
দোদাবেতা কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তর: নীলগিরি।
প্রশ্ন:২
ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোন্ নদীতে গড়ে ওঠে ?
উত্তর: দামোদর।
প্রশ্ন:৩
কোন্ রাজ্যের উপকূল কে করমন্ডল বলা হয় ?
উত্তর: তামিলনাড়ু।
প্রশ্ন:৪
ফারাক্কা ব্যারেজ কোন্ নদীতে অবস্থিত ?
উত্তর: গঙ্গা।
প্রশ্ন:৫
সরিস্কা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত ?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন:৬
ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় ?
উত্তর: সুন্দরবন।
প্রশ্ন:৭
উত্তর ভারতের প্রবেশদ্বার কোন্ শহরকে বলা হয় ?
উত্তর: শিলিগুড়ি।
প্রশ্ন:৮
কান্ডালা বন্দরটি কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন:৯
সুন্দরবনকে নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভুক্ত করা হয়েছে ?
উত্তর: ম্যানগ্রোভ বনভূমির জন্য।
প্রশ্ন:১০
সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তর: কেরালা।
Comments
Post a Comment