ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
দোদাবেতা কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তর: নীলগিরি।
প্রশ্ন:২
ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোন্ নদীতে গড়ে ওঠে ?
উত্তর: দামোদর।
প্রশ্ন:৩
কোন্ রাজ্যের উপকূল কে করমন্ডল বলা হয় ?
উত্তর: তামিলনাড়ু।
প্রশ্ন:৪
ফারাক্কা ব্যারেজ কোন্ নদীতে অবস্থিত ?
উত্তর: গঙ্গা।
প্রশ্ন:৫
সরিস্কা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত ?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন:৬
ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় ?
উত্তর: সুন্দরবন।
প্রশ্ন:৭
উত্তর ভারতের প্রবেশদ্বার কোন্ শহরকে বলা হয় ?
উত্তর: শিলিগুড়ি।
প্রশ্ন:৮
কান্ডালা বন্দরটি কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন:৯
সুন্দরবনকে নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভুক্ত করা হয়েছে ?
উত্তর: ম্যানগ্রোভ বনভূমির জন্য।
প্রশ্ন:১০
সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তর: কেরালা।
Comments
Post a Comment