দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
দোদাবেতা কোন্ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তর: নীলগিরি।
প্রশ্ন:২
ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোন্ নদীতে গড়ে ওঠে ?
উত্তর: দামোদর।
প্রশ্ন:৩
কোন্ রাজ্যের উপকূল কে করমন্ডল বলা হয় ?
উত্তর: তামিলনাড়ু।
প্রশ্ন:৪
ফারাক্কা ব্যারেজ কোন্ নদীতে অবস্থিত ?
উত্তর: গঙ্গা।
প্রশ্ন:৫
সরিস্কা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত ?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন:৬
ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় ?
উত্তর: সুন্দরবন।
প্রশ্ন:৭
উত্তর ভারতের প্রবেশদ্বার কোন্ শহরকে বলা হয় ?
উত্তর: শিলিগুড়ি।
প্রশ্ন:৮
কান্ডালা বন্দরটি কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন:৯
সুন্দরবনকে নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভুক্ত করা হয়েছে ?
উত্তর: ম্যানগ্রোভ বনভূমির জন্য।
প্রশ্ন:১০
সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ?
উত্তর: কেরালা।
Comments
Post a Comment