দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম কারখানা স্থাপন করেন ?
উত্তর:
সুরাট
প্রশ্ন:২
সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ?
উত্তর:
আলফা সেন্টাউরি
প্রশ্ন:৩
ছত্তীসগড়ের সরকারি ভাষা কোনটি ?
উত্তর:
হিন্দি
প্রশ্ন:৪
ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?
উত্তর:
শিব সমুদ্রম প্রকল্প
প্রশ্ন:৫
পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয় ?
উত্তর:
ঝালদা ও মানবাজার অঞ্চলে।
প্রশ্ন:৬
নিউজিল্যান্ডের পতাকার কয়টি তারা আছে ?
উত্তর:
চারটি
প্রশ্ন:৭
মেঘালয়ের রাজধানীর নাম কি ?
উত্তর:
শিলং
প্রশ্ন:৮
কত সালে পুরীর জগন্নাথ মন্দির নির্মিত হয় ?
উত্তর:
১১৬১ সালে
প্রশ্ন:৯
ইরাকের প্রাচীন নাম কি ?
উত্তর:
মেসোপটেমিয়া
প্রশ্ন:১০
ইরানের জাতীয় ভাষা কি ?
উত্তর:
পার্সি
Comments
Post a Comment