ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম কারখানা স্থাপন করেন ?
উত্তর:
সুরাট
প্রশ্ন:২
সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ?
উত্তর:
আলফা সেন্টাউরি
প্রশ্ন:৩
ছত্তীসগড়ের সরকারি ভাষা কোনটি ?
উত্তর:
হিন্দি
প্রশ্ন:৪
ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?
উত্তর:
শিব সমুদ্রম প্রকল্প
প্রশ্ন:৫
পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয় ?
উত্তর:
ঝালদা ও মানবাজার অঞ্চলে।
প্রশ্ন:৬
নিউজিল্যান্ডের পতাকার কয়টি তারা আছে ?
উত্তর:
চারটি
প্রশ্ন:৭
মেঘালয়ের রাজধানীর নাম কি ?
উত্তর:
শিলং
প্রশ্ন:৮
কত সালে পুরীর জগন্নাথ মন্দির নির্মিত হয় ?
উত্তর:
১১৬১ সালে
প্রশ্ন:৯
ইরাকের প্রাচীন নাম কি ?
উত্তর:
মেসোপটেমিয়া
প্রশ্ন:১০
ইরানের জাতীয় ভাষা কি ?
উত্তর:
পার্সি
Comments
Post a Comment