দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন্ দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: ব্রিটেন।
প্রশ্ন:২
কোন্ দেশটির কোনো লিখিত সংবিধান নেই ?
উত্তর: ইংল্যান্ড।
প্রশ্ন:৩
ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর: ৩৮৯ জন।
প্রশ্ন:৪
হিমাচল প্রদেশ পূর্নাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে ?
উত্তর: ১৯৭০ সালে।
প্রশ্ন:৫
কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ?
উত্তর: ১৯৪৮ সালে।
প্রশ্ন:৬
সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন্ সংশোধনে ?
উত্তর: ১৯৭৪ সালের (৩৫ তম)।
প্রশ্ন:৭
চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ?
উত্তর: সাতজন।
প্রশ্ন:৮
কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় ?
উত্তর: ১৯৮৬ সালে।
প্রশ্ন:৯
মৌলিক অধিকারের ধারণা কোন্ দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তর: আমেরিকা।
প্রশ্ন:১০
কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৪৩ খ্রিস্টাব্দে।
Comments
Post a Comment