দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন্ দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: ব্রিটেন।
প্রশ্ন:২
কোন্ দেশটির কোনো লিখিত সংবিধান নেই ?
উত্তর: ইংল্যান্ড।
প্রশ্ন:৩
ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর: ৩৮৯ জন।
প্রশ্ন:৪
হিমাচল প্রদেশ পূর্নাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে ?
উত্তর: ১৯৭০ সালে।
প্রশ্ন:৫
কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ?
উত্তর: ১৯৪৮ সালে।
প্রশ্ন:৬
সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন্ সংশোধনে ?
উত্তর: ১৯৭৪ সালের (৩৫ তম)।
প্রশ্ন:৭
চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ?
উত্তর: সাতজন।
প্রশ্ন:৮
কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় ?
উত্তর: ১৯৮৬ সালে।
প্রশ্ন:৯
মৌলিক অধিকারের ধারণা কোন্ দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তর: আমেরিকা।
প্রশ্ন:১০
কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৪৩ খ্রিস্টাব্দে।
Comments
Post a Comment