দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কোনটি ?
উত্তর: গোল্ড।
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না ?
উত্তর: পশ্চিমবঙ্গ।
প্রশ্ন:৩
ভুটানের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর: মানস।
প্রশ্ন:৪
দশম জলপ্রপাতটি কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর: ঝাড়খণ্ড।
প্রশ্ন:৫
পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
উত্তর: সান্দাকফু।
প্রশ্ন:৬
ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কী ?
উত্তর: মেঁধা।
প্রশ্ন:৭
সবচেয়ে বেশি লোহা উৎপাদিত হয় কোন্ রাজ্যে ?
উত্তর: ওড়িশা।
প্রশ্ন:৮
কোন্ রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম ?
উত্তর: অরুণাচল প্রদেশ।
প্রশ্ন:৯
‘নাথুলা পাস’ কোথায় অবস্থিত ?
উত্তর: সিকিম।
প্রশ্ন:১০
তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
উত্তর: ওড়িশা।
Comments
Post a Comment