🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
শুধুমাত্র একটি বিষয়ে তাঁর পান্ডিত্য পরিলক্ষিত হয়নি ; তাঁর কাজ ইঞ্জিনিয়ারিং , গণিত ,পরিসংখান , পদার্থবিজ্ঞান , জ্যোতিবিজ্ঞান এবং দর্শন এর বিকাশে সাহায্য করেছিল। এছাড়াও ১৮১৬ সালে বাতাসে শব্দের গতিবেগের ওপরে একটি তত্ত্ব নিয়ে আসেন; তাতে দেখানো হয় বাতাসে শব্দের বেগ 'Heat Capacity Ratio' র ওপরে নির্ভর করে।