🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
হাম
প্রতি বছর ভারতবর্ষে বহু শিশু এই রােগে আক্রান্ত হয় । এক প্রকার প্যারামিক্সো ভাইরাসের সংক্রমণে হাম হয় ।
জ্বর , সর্দি , কাশি এবং নাক থেকে জল পড়া দিয়ে শুরু । তারপর জ্বর হয় । চোখ ছলছল করে । তারপর চোখ লাল হয় । তিন - চার দিন পর মুখমণ্ডলে ছােট ছােট লালচে গুটি বেরােয় । ক্রমে সারা শরীরে ঐ গুটি ছড়িয়ে যায় ।
Comments
Post a Comment