নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
শুধুমাত্র একটি বিষয়ে তাঁর পান্ডিত্য পরিলক্ষিত হয়নি ; তাঁর কাজ ইঞ্জিনিয়ারিং , গণিত ,পরিসংখান , পদার্থবিজ্ঞান , জ্যোতিবিজ্ঞান এবং দর্শন এর বিকাশে সাহায্য করেছিল। এছাড়াও ১৮১৬ সালে বাতাসে শব্দের গতিবেগের ওপরে একটি তত্ত্ব নিয়ে আসেন; তাতে দেখানো হয় বাতাসে শব্দের বেগ 'Heat Capacity Ratio' র ওপরে নির্ভর করে।
ইঞ্জিনিয়ারিং` গণিতে তাঁর বেশ প্রভাব পরিলক্ষিত হয়। যেমন - লাপ্লাস সমীকরণ , লাপ্লাস ট্রান্সফর্ম , লাপ্লাস ডিস্ট্রিবিউশন , লাপ্লাস নম্বর ,লাপ্লাস লিমিট , লাপ্লাস ফোর্স , লাপ্লাস মোশন ইত্যাদি.......
এই মহান বিজ্ঞানীকে সর্বকালের অন্যতম বিজ্ঞানী হিসেবে স্মরণ করা হয় , কখনো কখনো তিনি আবার ফ্রান্সের নিউটন বা ফরাসী নিউটন নামেও অভিহিত হন।
হ্যাঁ ইনি হলেন আমাদের সকলের সুপরিচিত মহান বিজ্ঞানী Pierre Simon Laplace.
Pierre Simon Laplace ছিলেন এ একজন ফরাসি পণ্ডিত। ২৩ মার্চ ১৭৪৯ সালে Pont I ' Eveque এর চার মাইল পশ্চিমে Beaumont -on - Auge ; Normandy নামক গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান বিজ্ঞানী। তাঁর বাবার নাম Pierre de Laplace এবং মাতার নাম Marie Anne Sochon .
ইনি এক কৃষক পরিবার থেকে উঠে আসলেও পড়াশোনার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং অসাধারণ মেধা তাকে সাফল্যের শিখরে নিয়ে যায়।
এই মহান বিজ্ঞানী তাঁর জীবনে বহু সন্মান অর্জন করেছিলেন -
তার মধ্যে কয়েকটি হলো:-
১. গ্রহাণু ৪৬২৮ এর নামকরণ Laplace এর নামে করা হয়েছে।
২. আইফেল টাওয়ার এ যে ৭২ টি নাম লেখা আছে তাদের মধ্যে তাঁর নাম ও আছে।
এছাড়াও তাঁর সম্মানার্থে বিভিন্ন স্থানের নামকরণ তাঁর নাম এ নামকরণ করা হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে এই মহান মনীষীর অবদান সত্যিই অপরিসীম। পরবর্তীতে আমরা ধাপে ধাপে এনার কর্মজীবন এবং আবিষ্কারের সম্পর্কে বিস্তারিত জেনে নেবো , মাতৃভাষায় সেগুলি জেনে সত্যি আমাদের খুব ভালো লাগবে ।
Comments
Post a Comment