দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
কলেরা রোগ - লক্ষণ ও প্রতিকার
কলেরাও একটি আন্ত্রিক রােগ । ভিব্রিও কলেরি নামক এক প্রকার ব্যাক্টেরিয়ার সংক্রমণে কলেরা রােগ হয় । আগেকার দিনে কলেরা কোথাও শুরু হলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত । কলেরা কিভাবে ছড়ায় তা জানা ছিল না। রােগীর মলমূত্রসহ কাপড় - চোপড় সাধারণের ব্যবহার্য পুকুরে কাচা হতো । সেই জল ব্যবহারকারীরা রােগে আক্রান্ত হতাে । অধিকাংশই মারা যেতো , কারণ এর কোন প্রকার চিকিৎসা তখন জানা ছিল না । কোথাও কলেরা হয়েছে শুনলে লােকে সেদিকে যেতো না । এমনকি , ঘর বাড়ী ছেড়ে পালিয়ে যেতো । কলেরা মানেই ছিল ভয়ানক এক মহামারী । আজ কলেরা অনেকটা নিয়ন্ত্রিত । বিতাড়িত হলে তবেই আমরা কলেরা কী , তা আর জানতে চাইব না । যেমন গুটি বসন্ত কী তা আমরা আর জানতে চাই না
কলেরার লক্ষণ
কলেরা রােগের সংক্রমণ হলে চাল - ধােওয়া জলের মতাে পাতলা পায়খানা এবং বমি হয় বারে বারে । প্রস্রাব খুব কম হয় বা বন্ধ হয়ে যায় ।
চিকিৎসা
রােগের লক্ষণ প্রকাশ হওয়া মাত্র নুন - চিনির সরবৎ ঘন ঘন খাওয়াতে হবে রােগীর জলশূন্যতা রােধ করার জন্য । তারপর যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাতে হবে । জলশূন্যতা বেশী বুঝলে তাড়াতাড়ি স্যালাইনের ব্যবস্থা করতে হবে।
জটিলতা
সময়মতাে চিকিৎসা শুরু করতে না পারলে মৃত্যুর সম্ভাবনা রয়েছে।
প্রতিরােধ
কলেরা প্রতিরােধে টিকা আছে । কিন্তু তা তেমন কার্যকর নয় । ৩ থেকে ৬ মাস পর্যন্ত এই টিকার ফল কার্যকর । তাও আবার মোটামুটি শতকরা ৫০ জনের ক্ষেত্রে টিকা প্রতিরােধ গড়ে তুলতে পারে । সেজন্য টিকা অপেক্ষা সাবধানতা অবলম্বনই শ্রেয় । আন্ত্রিক রােগের ক্ষেত্রে যেরূপ সাবধানতা প্রয়ােজন , এক্ষেত্রেও তেমনি ।
Comments
Post a Comment