দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
• আন্ত্রিক রোগ কি?
• আন্ত্রিক রোগের লক্ষণ কি ?
• এই রোগ হলে তার প্রাথমিক চিকিৎসা কি?
• আন্ত্রিক রোগের জটিলতা।
• আন্ত্রিক রোগ প্রতিরোধ।
আন্ত্রিক কোন বিশেষ রােগের নাম নয় । কয়েক প্রকার ভাইরাস , ব্যাক্টেরিয়া বা জীবাণুর সংক্রমণের ফলে অন্ত্রে যে প্রদাহ সৃষ্টি হয় , সাধারণভাবে তাকে আন্ত্রিক বলা হয় ।
• আন্ত্রিক রোগের লক্ষণ কি ?
• এই রোগ হলে তার প্রাথমিক চিকিৎসা কি?
• আন্ত্রিক রোগের জটিলতা।
• আন্ত্রিক রোগ প্রতিরোধ।
আন্ত্রিক কোন বিশেষ রােগের নাম নয় । কয়েক প্রকার ভাইরাস , ব্যাক্টেরিয়া বা জীবাণুর সংক্রমণের ফলে অন্ত্রে যে প্রদাহ সৃষ্টি হয় , সাধারণভাবে তাকে আন্ত্রিক বলা হয় ।

Comments
Post a Comment