আন্ত্রিক কি? এর লক্ষণ ও প্রতিকার কি?
• আন্ত্রিক রোগ কি?
• আন্ত্রিক রোগের লক্ষণ কি ?
• এই রোগ হলে তার প্রাথমিক চিকিৎসা কি?
• আন্ত্রিক রোগের জটিলতা।
• আন্ত্রিক রোগ প্রতিরোধ।
আন্ত্রিক কোন বিশেষ রােগের নাম নয় । কয়েক প্রকার ভাইরাস , ব্যাক্টেরিয়া বা জীবাণুর সংক্রমণের ফলে অন্ত্রে যে প্রদাহ সৃষ্টি হয় , সাধারণভাবে তাকে আন্ত্রিক বলা হয় ।
রােগের লক্ষণ
এ রােগের প্রধান লক্ষণ বার বার পাতলা পায়খানা হওয়া , সঙ্গে বমি । জলের মতাে পায়খানার সঙ্গে রক্ত থাকতে পারে । কিডনির কাজে বিঘ্ন ঘটে তাই ঠিক মত প্রস্রাব প্রায় হয় না ।
প্রাথমিক চিকিৎসা
রােগীর প্রথম সমস্যা জলশূন্যতা । তা রােধের জন্য রােগীকে ঘন ঘন নুন - চিনির সরবৎ খাওয়াতে হবে । ফুটিয়ে ঠাণ্ডা করা এক লিটার জলে আট চামচ ( ২০ গ্রাম ) চিনি বা গ্লুকোজ , এক চামচ লবণ ( ৫ গ্রাম খাবার লবণ অথবা সােভিয়াম ক্লোরাইড ৩৫ গ্রাম + পটাসিয়াম ক্লোরাইড ১৫ গ্রাম ) এবং আধ চামচ খাবার সােডা ( ২.৫ গ্রাম সােডিয়াম - বাই - কার্বোনেট ) মিশিয়ে সরবৎ বানাতে হবে । অন্যদিকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাতে হবে । সুস্থ হতে থাকার সঙ্গে সঙ্গে সহজপাচ্য পুষ্টিকর খাদ্য দিতে হবে ।
জটিলতা
জলশূন্যতা বেশী হয়ে গেলে গায়ের চামড়া টানলে কুঁচকে থাকে । তখন স্যালাইন দরকার হয় । জলশূন্যতা ঠিক সময়ে রােধ করা না হলে ও চিকিৎসা না হলে অনেক সময় রােগী মারা যায় ।
প্রতিরােধ
পানীয় ও ব্যবহার্য জলকে সব সময় নিরাপদ রাখা সর্বাগ্রে করণীয় । কাছাকাছি কোথাও আন্ত্রিক হলে জল ফুটিয়ে খেতে হবে ও বাসন পত্ৰ ফোটানাে জলে ব্যবহারের আগে একবার ধুয়ে নিতে হবে । নিরাপদ জলে হাত - মুখ ধুতে ও স্নান করতে হবে । রােগীর মলমূত্র এমন জায়গায় ফেলতে হবে যেন তা ব্যবহার্য জলকে দূষিত না করে । রােগীর ব্যবহৃত কাপড় - চোপড় কাচার জলও যেন ব্যবহার্য জলকে স্পর্শ করতে না পারে , তা দেখতে হবে । না - ঢাকা খাবার বর্জন করতে হবে । সমস্ত প্ৰকার সংক্রমণের পথ বন্ধ করতে হবে ।
Comments
Post a Comment