দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - গুরুত্বপূর্ণ তথ্য ১. উদ্ভিদের চলন (Plant Movement) উদ্ভিদ সাধারণত এক জায়গায় স্থির থাকে, তবে উদ্দীপকের প্রভাবে বা জৈবিক প্রয়োজনে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয়। একেই চলন বলে। চলন ও গমন: চলনে প্রাণীর মতো সামগ্রিক স্থান পরিবর্তন হয় না (ব্যতিক্রম: ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স)। গমনে সামগ্রিক স্থান পরিবর্তন হয়। আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান: তিনি প্রমাণ করেন উদ্ভিদের প্রাণ আছে এবং তারা উদ্দীপনায় সাড়া দেয়। তার আবিষ্কৃত যন্ত্র হলো— ক্রেসকোগ্রাফ (Crescograph) ।
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
ভিটামিন এ কোথায় ?
a ) বৃক্ক
b ) প্লীহা
c ) যকৃৎ
d ) অস্থিমজ্জা
উত্তর - c
প্রশ্ন ২
বীজহীন কলা একটি -
a ) অপুংজনি ফল
b ) যৌগ ফল
c ) ড্রুপ ফল
d ) প্রকৃত ফল
প্রশ্ন ৩
কোন পতঙ্গকে জেনেটিক্সের সিন্ডেরেলা বলা হয় ?
a ) প্রজাপতি
b ) মৌমাছি
c ) ঘাস ফড়িং
d ) ড্রসোফিলা
উত্তর - d
প্রশ্ন ৪
নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে "Jacobson Organ " উপস্থিত ঘ্রান শক্তির জন্য?
a ) সিংহ
b ) বাঘ
c ) চিতাবাঘ
d ) সাপ
উত্তর - d
প্রশ্ন ৫
নিম্নের কোনটি খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় ?
a ) Tartaric acid
b ) Acetic acid
c ) Sodium salt of benzoic acid
d ) Sodium carbonate
উত্তর - c
প্রশ্ন ৬
ফিটকিরি কিরূপে সামান্য কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ করে
a ) Dialysis
b ) Coagulation
c ) Solvation
d ) Emulsion
উত্তর - b
প্রশ্ন ৭
ডাউন সিনড্রোম - এর ক্ষেত্রে অতিরিক্ত কোন ক্রোমোজোমটি থাকে ?
a ) 21
b ) X
c ) Y
d ) 22
উত্তর - a
প্রশ্ন ৮
যে আনবিক কাঁচির সাহায্যে DNA তন্তুর নির্দিষ্ট স্থানে কর্তন করা হয়, তা হল -
৪ ) পেকটিনেজ
b ) পলিমারেজ
c ) সীমাবদ্ধকর উৎসেচক
d ) লাইগেজ
উত্তর - c
প্রশ্ন ৯
হাইড্রোজেন ভর্তি বেলুন উচ্চ উচ্চতায় পৌছানাের পর ফেটে যায়, কারণ
a ) হাইড্রোজেনে আগুন ধরে যায়
b ) ঐ স্থানে প্রবল বায়ু প্রবাহ ঘটে
c ) বেলুনের ভেতরের চাপ বায়ুমন্ডলের চাপের থেকে বেশী হয়
d ) বেলুনের ভেতরের চাপ বায়ুমন্ডলের চাপের থেকে কম হয়
উত্তর - c
প্রশ্ন ১০
একটি কাগজের ওপর আঙুলের ছাপ (Finger print) নির্ণয় করতে হলে ঐ কাগজটির উপর প্রতিপ্ৰভ (Fluorescent) দ্রব্যের গুঁড়াে ছড়িয়ে দিয়ে কাগজটিকে দেখতে হবে
a ) সূর্যালােকে
b ) অবলােহিত (Infrared) আলােতে
c ) অতিবেগুনী রশ্মিতে
d ) গামা রশ্মিতে
উত্তর - c

Comments
Post a Comment