নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
ভিটামিন এ কোথায় ?
a ) বৃক্ক
b ) প্লীহা
c ) যকৃৎ
d ) অস্থিমজ্জা
উত্তর - c
প্রশ্ন ২
বীজহীন কলা একটি -
a ) অপুংজনি ফল
b ) যৌগ ফল
c ) ড্রুপ ফল
d ) প্রকৃত ফল
প্রশ্ন ৩
কোন পতঙ্গকে জেনেটিক্সের সিন্ডেরেলা বলা হয় ?
a ) প্রজাপতি
b ) মৌমাছি
c ) ঘাস ফড়িং
d ) ড্রসোফিলা
উত্তর - d
প্রশ্ন ৪
নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে "Jacobson Organ " উপস্থিত ঘ্রান শক্তির জন্য?
a ) সিংহ
b ) বাঘ
c ) চিতাবাঘ
d ) সাপ
উত্তর - d
প্রশ্ন ৫
নিম্নের কোনটি খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় ?
a ) Tartaric acid
b ) Acetic acid
c ) Sodium salt of benzoic acid
d ) Sodium carbonate
উত্তর - c
প্রশ্ন ৬
ফিটকিরি কিরূপে সামান্য কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ করে
a ) Dialysis
b ) Coagulation
c ) Solvation
d ) Emulsion
উত্তর - b
প্রশ্ন ৭
ডাউন সিনড্রোম - এর ক্ষেত্রে অতিরিক্ত কোন ক্রোমোজোমটি থাকে ?
a ) 21
b ) X
c ) Y
d ) 22
উত্তর - a
প্রশ্ন ৮
যে আনবিক কাঁচির সাহায্যে DNA তন্তুর নির্দিষ্ট স্থানে কর্তন করা হয়, তা হল -
৪ ) পেকটিনেজ
b ) পলিমারেজ
c ) সীমাবদ্ধকর উৎসেচক
d ) লাইগেজ
উত্তর - c
প্রশ্ন ৯
হাইড্রোজেন ভর্তি বেলুন উচ্চ উচ্চতায় পৌছানাের পর ফেটে যায়, কারণ
a ) হাইড্রোজেনে আগুন ধরে যায়
b ) ঐ স্থানে প্রবল বায়ু প্রবাহ ঘটে
c ) বেলুনের ভেতরের চাপ বায়ুমন্ডলের চাপের থেকে বেশী হয়
d ) বেলুনের ভেতরের চাপ বায়ুমন্ডলের চাপের থেকে কম হয়
উত্তর - c
প্রশ্ন ১০
একটি কাগজের ওপর আঙুলের ছাপ (Finger print) নির্ণয় করতে হলে ঐ কাগজটির উপর প্রতিপ্ৰভ (Fluorescent) দ্রব্যের গুঁড়াে ছড়িয়ে দিয়ে কাগজটিকে দেখতে হবে
a ) সূর্যালােকে
b ) অবলােহিত (Infrared) আলােতে
c ) অতিবেগুনী রশ্মিতে
d ) গামা রশ্মিতে
উত্তর - c
Comments
Post a Comment