ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
সরকারি গণিতক কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ?
(a) রাষ্ট্রপতি
(b) স্পীকার
(c) অর্থমন্ত্রী
(d) স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তর : b
প্রশ্ন ২
আনুমানিক ব্যয় হিসাব কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ?
(a) রাষ্ট্রপতি
(b) স্পীকার
(c) অর্থমন্ত্রী
(d) প্রধানমন্ত্রী
উত্তর : b
প্রশ্ন ৩
লোকসভার অভ্যন্তরে শান্তি - শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কার ?
(a) স্পীকার
(b) প্রধানমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) সচীব
উত্তর : a
প্রশ্ন ৪
লোকসভার অবমাননা করলে কে অবমাননাকারীকে শাস্তি প্রদান করতে পারে ?
(a) স্পীকার
(b) প্রধানমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) সচীব
উত্তর : a
প্রশ্ন ৫
শ্রী সোমনাথ চ্যাটার্জী কততম লোকসভার স্পীকার ছিলেন ?
(a) ১২ তম
(b) ১৩ তম
(c) ১৪ তম
(d) ১৫ তম
উত্তর : c
প্রশ্ন ৬
শ্রী নিলম সঞ্জীব রেড্ডি কততম লোকসভার স্পীকার ছিলেন ?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) চতুর্থ
(d) সপ্তম
উত্তর : c
প্রশ্ন ৭
শ্রী নিলম সঞ্জীব রেড্ডি কতবার স্পীকার পদে নির্বাচিত হন ?
(a) একবার
(b) দুবার
(c) তিনবার
(d) চারবার
উত্তর : b
প্রশ্ন ৮
চতুর্থ লোকসভার স্পীকারের পর শ্রী নিলম সঞ্জীব রেড্ডি পরবর্তী কোন সভার স্পীকার হয়েছিলেন ?
(a) ৬ তম
(b) ৭ তম
(c) ৮ তম
(d) ৯ তম
উত্তর : a
প্রশ্ন ৯
জি.এম.সি বালাযোগী কতবার স্পীকার পদে নির্বাচিত হন ?
(a) একবার
(b) দুবার
(c) তিনবার
(d) চারবার
উত্তর : b
প্রশ্ন ১০
জি.এম.সি বালাযোগী কততম লোকসভার স্পীকার পদে নিযুক্ত হন ?
(a) ১২ ও ১৩
(b) ১১ ও ১২
(c) ১৪ ও ১৫
(d) ৯ ও ১০
উত্তর :a
✸✸✸
✸✸✸

Comments
Post a Comment