নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
সরকারি গণিতক কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ?
(a) রাষ্ট্রপতি
(b) স্পীকার
(c) অর্থমন্ত্রী
(d) স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তর : b
প্রশ্ন ২
আনুমানিক ব্যয় হিসাব কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ?
(a) রাষ্ট্রপতি
(b) স্পীকার
(c) অর্থমন্ত্রী
(d) প্রধানমন্ত্রী
উত্তর : b
প্রশ্ন ৩
লোকসভার অভ্যন্তরে শান্তি - শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কার ?
(a) স্পীকার
(b) প্রধানমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) সচীব
উত্তর : a
প্রশ্ন ৪
লোকসভার অবমাননা করলে কে অবমাননাকারীকে শাস্তি প্রদান করতে পারে ?
(a) স্পীকার
(b) প্রধানমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) সচীব
উত্তর : a
প্রশ্ন ৫
শ্রী সোমনাথ চ্যাটার্জী কততম লোকসভার স্পীকার ছিলেন ?
(a) ১২ তম
(b) ১৩ তম
(c) ১৪ তম
(d) ১৫ তম
উত্তর : c
প্রশ্ন ৬
শ্রী নিলম সঞ্জীব রেড্ডি কততম লোকসভার স্পীকার ছিলেন ?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) চতুর্থ
(d) সপ্তম
উত্তর : c
প্রশ্ন ৭
শ্রী নিলম সঞ্জীব রেড্ডি কতবার স্পীকার পদে নির্বাচিত হন ?
(a) একবার
(b) দুবার
(c) তিনবার
(d) চারবার
উত্তর : b
প্রশ্ন ৮
চতুর্থ লোকসভার স্পীকারের পর শ্রী নিলম সঞ্জীব রেড্ডি পরবর্তী কোন সভার স্পীকার হয়েছিলেন ?
(a) ৬ তম
(b) ৭ তম
(c) ৮ তম
(d) ৯ তম
উত্তর : a
প্রশ্ন ৯
জি.এম.সি বালাযোগী কতবার স্পীকার পদে নির্বাচিত হন ?
(a) একবার
(b) দুবার
(c) তিনবার
(d) চারবার
উত্তর : b
প্রশ্ন ১০
জি.এম.সি বালাযোগী কততম লোকসভার স্পীকার পদে নিযুক্ত হন ?
(a) ১২ ও ১৩
(b) ১১ ও ১২
(c) ১৪ ও ১৫
(d) ৯ ও ১০
উত্তর :a
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment