🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
সরকারি গণিতক কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ?
(a) রাষ্ট্রপতি
(b) স্পীকার
(c) অর্থমন্ত্রী
(d) স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তর : b
প্রশ্ন ২
আনুমানিক ব্যয় হিসাব কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ?
(a) রাষ্ট্রপতি
(b) স্পীকার
(c) অর্থমন্ত্রী
(d) প্রধানমন্ত্রী
উত্তর : b
প্রশ্ন ৩
লোকসভার অভ্যন্তরে শান্তি - শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কার ?
(a) স্পীকার
(b) প্রধানমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) সচীব
উত্তর : a
প্রশ্ন ৪
লোকসভার অবমাননা করলে কে অবমাননাকারীকে শাস্তি প্রদান করতে পারে ?
(a) স্পীকার
(b) প্রধানমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) সচীব
উত্তর : a
প্রশ্ন ৫
শ্রী সোমনাথ চ্যাটার্জী কততম লোকসভার স্পীকার ছিলেন ?
(a) ১২ তম
(b) ১৩ তম
(c) ১৪ তম
(d) ১৫ তম
উত্তর : c
প্রশ্ন ৬
শ্রী নিলম সঞ্জীব রেড্ডি কততম লোকসভার স্পীকার ছিলেন ?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) চতুর্থ
(d) সপ্তম
উত্তর : c
প্রশ্ন ৭
শ্রী নিলম সঞ্জীব রেড্ডি কতবার স্পীকার পদে নির্বাচিত হন ?
(a) একবার
(b) দুবার
(c) তিনবার
(d) চারবার
উত্তর : b
প্রশ্ন ৮
চতুর্থ লোকসভার স্পীকারের পর শ্রী নিলম সঞ্জীব রেড্ডি পরবর্তী কোন সভার স্পীকার হয়েছিলেন ?
(a) ৬ তম
(b) ৭ তম
(c) ৮ তম
(d) ৯ তম
উত্তর : a
প্রশ্ন ৯
জি.এম.সি বালাযোগী কতবার স্পীকার পদে নির্বাচিত হন ?
(a) একবার
(b) দুবার
(c) তিনবার
(d) চারবার
উত্তর : b
প্রশ্ন ১০
জি.এম.সি বালাযোগী কততম লোকসভার স্পীকার পদে নিযুক্ত হন ?
(a) ১২ ও ১৩
(b) ১১ ও ১২
(c) ১৪ ও ১৫
(d) ৯ ও ১০
উত্তর :a
✸✸✸
✸✸✸

Comments
Post a Comment