পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
ভারতে প্রথম
প্রশ্ন ১
ভারতের প্রথম উপ প্রধান মন্ত্রী কে?
(ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(খ) সর্দার বল্লভ ভাই প্যাটেল
(গ) মিহির সেন
(ঘ) গৌতম কাজী
উত্তরঃ
সর্দার বল্লভ ভাই প্যাটেল
প্রশ্ন ২
ভারতের প্রথম রাজ্য সভার চেয়ারম্যান কে হয়েছিলেন?
(ক) সুকুমার সেন
(খ) হীরালাল জে কানাইয়া
(গ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
(ঘ) ডঃ রাজেন্দ্র প্রসাদ
উত্তরঃ
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
প্রশ্ন ৩
কোন ভারতীয় সর্বপ্রথম ভারতের বাইরে নৃত্য প্রদর্শন করেছিলেন?
(ক) উদয় শংকর
(খ) মিঠুন চক্রবর্তী
(গ) ভারতী গুপ্ত
(ঘ) দেবপ্রসাদ দাস
উত্তরঃ
উদয় শংকর
প্রশ্ন ৪
কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন?
(ক) ফু দোরজী
(খ) সুকুমার সেন
(গ) মিহির সেন
(ঘ) কোন ভারতীয় এখনও পর্যন্ত ইংলিশ চ্যালেন পার করতে পারেনি
উত্তরঃ
মিহির সেন
প্রশ্ন ৫
নিন্মলিখিত ব্যক্তিগণের মধ্যে কে সর্বপ্রথম অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেছিলেন?
(ক) এডমন্ড হিলারি
(খ) রাকেশ শর্মা
(গ) জি শংকর কুরুপ
(ঘ) কোন ভারতীয় এখনও পর্যন্ত অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করতে পারেনি
উত্তরঃ
জি শংকর কুরুপ
প্রশ্ন ৬
প্রথম কোন ভারতীয় ক্রিকেটার যিনি ১ থেকে ১০ সব পজিসানে ব্যাট করেছেন?
(ক) শচীন তেন্ডুলকার
(খ) রবিন সিং
(গ) অমর নাথ
(ঘ) ভিনু মানকাড়
উত্তরঃ
ভিনু মানকাড়
প্রশ্ন ৭
প্রথম কোন ভারতীয় অলিম্পিকে ব্যক্তিগত পদক জয় করেছিলেন?
(ক) সুশীল কুমার
(খ) কে ডি যাদব
(গ) চেতন শর্মা
(ঘ) জে কে বাজাজ
উত্তরঃ
কে ডি যাদব
প্রশ্ন ৮
ভারতের প্রথম শিশু চলচ্চিত্র শিল্পী কে?
(ক) মন্দাকিনী
(খ) ভালচন্দ্রা
(গ) নার্গিস দত্ত
(ঘ) জুবেইদা
উত্তরঃ
ভালচন্দ্রা
প্রশ্ন ৯
নিন্মলিখিত ব্যাঙ্ক গুলির মধ্যে কোনটি ভারতের প্রথম ব্যাঙ্ক?
(ক) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(খ) কানাড়া ব্যাঙ্ক
(গ) ব্যাঙ্ক অফ হিন্দুস্থান
(ঘ) চাটার্ড ব্যাঙ্ক
উত্তরঃ
ব্যাঙ্ক অফ হিন্দুস্থান
প্রশ্ন ১০
ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল?
(ক) কলকাতা
(খ) তারাপুর
(গ) কটক
(ঘ) ভূপাল
উত্তরঃ
তারাপুর

Comments
Post a Comment