নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ভারতে প্রথম
প্রশ্ন ১
ভারতের প্রথম উপ প্রধান মন্ত্রী কে?
(ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(খ) সর্দার বল্লভ ভাই প্যাটেল
(গ) মিহির সেন
(ঘ) গৌতম কাজী
উত্তরঃ
সর্দার বল্লভ ভাই প্যাটেল
প্রশ্ন ২
ভারতের প্রথম রাজ্য সভার চেয়ারম্যান কে হয়েছিলেন?
(ক) সুকুমার সেন
(খ) হীরালাল জে কানাইয়া
(গ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
(ঘ) ডঃ রাজেন্দ্র প্রসাদ
উত্তরঃ
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
প্রশ্ন ৩
কোন ভারতীয় সর্বপ্রথম ভারতের বাইরে নৃত্য প্রদর্শন করেছিলেন?
(ক) উদয় শংকর
(খ) মিঠুন চক্রবর্তী
(গ) ভারতী গুপ্ত
(ঘ) দেবপ্রসাদ দাস
উত্তরঃ
উদয় শংকর
প্রশ্ন ৪
কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন?
(ক) ফু দোরজী
(খ) সুকুমার সেন
(গ) মিহির সেন
(ঘ) কোন ভারতীয় এখনও পর্যন্ত ইংলিশ চ্যালেন পার করতে পারেনি
উত্তরঃ
মিহির সেন
প্রশ্ন ৫
নিন্মলিখিত ব্যক্তিগণের মধ্যে কে সর্বপ্রথম অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেছিলেন?
(ক) এডমন্ড হিলারি
(খ) রাকেশ শর্মা
(গ) জি শংকর কুরুপ
(ঘ) কোন ভারতীয় এখনও পর্যন্ত অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করতে পারেনি
উত্তরঃ
জি শংকর কুরুপ
প্রশ্ন ৬
প্রথম কোন ভারতীয় ক্রিকেটার যিনি ১ থেকে ১০ সব পজিসানে ব্যাট করেছেন?
(ক) শচীন তেন্ডুলকার
(খ) রবিন সিং
(গ) অমর নাথ
(ঘ) ভিনু মানকাড়
উত্তরঃ
ভিনু মানকাড়
প্রশ্ন ৭
প্রথম কোন ভারতীয় অলিম্পিকে ব্যক্তিগত পদক জয় করেছিলেন?
(ক) সুশীল কুমার
(খ) কে ডি যাদব
(গ) চেতন শর্মা
(ঘ) জে কে বাজাজ
উত্তরঃ
কে ডি যাদব
প্রশ্ন ৮
ভারতের প্রথম শিশু চলচ্চিত্র শিল্পী কে?
(ক) মন্দাকিনী
(খ) ভালচন্দ্রা
(গ) নার্গিস দত্ত
(ঘ) জুবেইদা
উত্তরঃ
ভালচন্দ্রা
প্রশ্ন ৯
নিন্মলিখিত ব্যাঙ্ক গুলির মধ্যে কোনটি ভারতের প্রথম ব্যাঙ্ক?
(ক) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(খ) কানাড়া ব্যাঙ্ক
(গ) ব্যাঙ্ক অফ হিন্দুস্থান
(ঘ) চাটার্ড ব্যাঙ্ক
উত্তরঃ
ব্যাঙ্ক অফ হিন্দুস্থান
প্রশ্ন ১০
ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল?
(ক) কলকাতা
(খ) তারাপুর
(গ) কটক
(ঘ) ভূপাল
উত্তরঃ
তারাপুর
Comments
Post a Comment