নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা
প্রশ্ন ১
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা অ্যাকাদেমি পুরস্কার পেয়েছিলেন?
(ক) আরতি সাহা
(খ) দূর্বা ব্যানার্জী
(গ) মৈত্রেয়ী দেবী
(ঘ) কেউই নয়
উত্তরঃ মৈত্রেয়ী দেবী
প্রশ্ন ২
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে?
(ক) মাতঙ্গিনী হাজরা
(খ) প্রীতিলতা ওয়াদেদার
(গ) সরোজিনী নাইডু
(ঘ) কেউই নয়
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা
প্রশ্ন ৩
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আই এ এস অফিসার কে?
(ক) রিতু মহেশ্বরী
(খ) রমা মজুমদার
(গ) চন্দ্রমুখী বসু
(ঘ) কেউই নয়
উত্তরঃ রমা মজুমদার
প্রশ্ন ৪
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা ইংলিশ চ্যালেন পার করেছিলেন?
(ক) আরতি সাহা
(খ) বুলা চৌধুরি
(গ) শ্রেয়া দত্ত
(ঘ) কেউই নয়
(গ) শ্রেয়া দত্ত
(ঘ) কেউই নয়
উত্তরঃ আরতি সাহা
প্রশ্ন ৫
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেলাশাসক কে?
(ক) রমা মজুমদার
(খ) রানু ঘোষ
(গ) বুলা চৌধুরি
(ঘ) কেউই নয়
উত্তরঃ রানু ঘোষ
প্রশ্ন ৬
পশ্চিমবঙ্গের কোন মহিলা সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন?
(ক) শিপ্রা মজুমদার
(খ) দুর্বা ব্যানার্জী
(গ) আরতী সাহা
(ঘ) কেউই নয়
উত্তরঃ শিপ্রা মজুমদার
প্রশ্ন ৭
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে?
(ক) সুচেতা কৃপালিনী
(খ) সরোজিনী নাইডু
(গ) রেজিনা গুহ
(ঘ) কেউই নয়
উত্তরঃ সরোজিনী নাইডু
প্রশ্ন ৮
পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা হলেন _____
(ক) আশাপূর্ণা দেবী
(খ) মহেশ্বরী দেবী
(গ) প্রতিভা রায়
(ঘ) কেউই নয়
উত্তরঃ আশাপূর্ণা দেবী
প্রশ্ন ৯
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা লেনিন শান্তি পুরস্কার পেয়েছিলেন?
(ক) অরুণা আসফ আলি
(খ) মহেশ্বরী দেবী
(গ) প্রতিভা রায়
(ঘ) কেউই নয়
উত্তরঃ অরুণা আসফ আলি
প্রশ্ন ১০
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা দক্ষিণ মেরু অভিযান করেছিলেন?
(ক) সুদীপ্তা সেনগুপ্ত
(খ) দুর্বা ব্যানার্জী
(গ) আরতী সাহা
(ঘ) কেউই নয়
উত্তরঃ সুদীপ্তা সেনগুপ্ত

Comments
Post a Comment