দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা
প্রশ্ন ১
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা অ্যাকাদেমি পুরস্কার পেয়েছিলেন?
(ক) আরতি সাহা
(খ) দূর্বা ব্যানার্জী
(গ) মৈত্রেয়ী দেবী
(ঘ) কেউই নয়
উত্তরঃ মৈত্রেয়ী দেবী
প্রশ্ন ২
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে?
(ক) মাতঙ্গিনী হাজরা
(খ) প্রীতিলতা ওয়াদেদার
(গ) সরোজিনী নাইডু
(ঘ) কেউই নয়
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা
প্রশ্ন ৩
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আই এ এস অফিসার কে?
(ক) রিতু মহেশ্বরী
(খ) রমা মজুমদার
(গ) চন্দ্রমুখী বসু
(ঘ) কেউই নয়
উত্তরঃ রমা মজুমদার
প্রশ্ন ৪
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা ইংলিশ চ্যালেন পার করেছিলেন?
(ক) আরতি সাহা
(খ) বুলা চৌধুরি
(গ) শ্রেয়া দত্ত
(ঘ) কেউই নয়
(গ) শ্রেয়া দত্ত
(ঘ) কেউই নয়
উত্তরঃ আরতি সাহা
প্রশ্ন ৫
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেলাশাসক কে?
(ক) রমা মজুমদার
(খ) রানু ঘোষ
(গ) বুলা চৌধুরি
(ঘ) কেউই নয়
উত্তরঃ রানু ঘোষ
প্রশ্ন ৬
পশ্চিমবঙ্গের কোন মহিলা সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন?
(ক) শিপ্রা মজুমদার
(খ) দুর্বা ব্যানার্জী
(গ) আরতী সাহা
(ঘ) কেউই নয়
উত্তরঃ শিপ্রা মজুমদার
প্রশ্ন ৭
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে?
(ক) সুচেতা কৃপালিনী
(খ) সরোজিনী নাইডু
(গ) রেজিনা গুহ
(ঘ) কেউই নয়
উত্তরঃ সরোজিনী নাইডু
প্রশ্ন ৮
পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা হলেন _____
(ক) আশাপূর্ণা দেবী
(খ) মহেশ্বরী দেবী
(গ) প্রতিভা রায়
(ঘ) কেউই নয়
উত্তরঃ আশাপূর্ণা দেবী
প্রশ্ন ৯
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা লেনিন শান্তি পুরস্কার পেয়েছিলেন?
(ক) অরুণা আসফ আলি
(খ) মহেশ্বরী দেবী
(গ) প্রতিভা রায়
(ঘ) কেউই নয়
উত্তরঃ অরুণা আসফ আলি
প্রশ্ন ১০
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা দক্ষিণ মেরু অভিযান করেছিলেন?
(ক) সুদীপ্তা সেনগুপ্ত
(খ) দুর্বা ব্যানার্জী
(গ) আরতী সাহা
(ঘ) কেউই নয়
উত্তরঃ সুদীপ্তা সেনগুপ্ত

Comments
Post a Comment