দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা
প্রশ্ন ১
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা অ্যাকাদেমি পুরস্কার পেয়েছিলেন?
(ক) আরতি সাহা
(খ) দূর্বা ব্যানার্জী
(গ) মৈত্রেয়ী দেবী
(ঘ) কেউই নয়
উত্তরঃ মৈত্রেয়ী দেবী
প্রশ্ন ২
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে?
(ক) মাতঙ্গিনী হাজরা
(খ) প্রীতিলতা ওয়াদেদার
(গ) সরোজিনী নাইডু
(ঘ) কেউই নয়
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা
প্রশ্ন ৩
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আই এ এস অফিসার কে?
(ক) রিতু মহেশ্বরী
(খ) রমা মজুমদার
(গ) চন্দ্রমুখী বসু
(ঘ) কেউই নয়
উত্তরঃ রমা মজুমদার
প্রশ্ন ৪
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা ইংলিশ চ্যালেন পার করেছিলেন?
(ক) আরতি সাহা
(খ) বুলা চৌধুরি
(গ) শ্রেয়া দত্ত
(ঘ) কেউই নয়
(গ) শ্রেয়া দত্ত
(ঘ) কেউই নয়
উত্তরঃ আরতি সাহা
প্রশ্ন ৫
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেলাশাসক কে?
(ক) রমা মজুমদার
(খ) রানু ঘোষ
(গ) বুলা চৌধুরি
(ঘ) কেউই নয়
উত্তরঃ রানু ঘোষ
প্রশ্ন ৬
পশ্চিমবঙ্গের কোন মহিলা সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন?
(ক) শিপ্রা মজুমদার
(খ) দুর্বা ব্যানার্জী
(গ) আরতী সাহা
(ঘ) কেউই নয়
উত্তরঃ শিপ্রা মজুমদার
প্রশ্ন ৭
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে?
(ক) সুচেতা কৃপালিনী
(খ) সরোজিনী নাইডু
(গ) রেজিনা গুহ
(ঘ) কেউই নয়
উত্তরঃ সরোজিনী নাইডু
প্রশ্ন ৮
পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ জয়ী মহিলা হলেন _____
(ক) আশাপূর্ণা দেবী
(খ) মহেশ্বরী দেবী
(গ) প্রতিভা রায়
(ঘ) কেউই নয়
উত্তরঃ আশাপূর্ণা দেবী
প্রশ্ন ৯
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা লেনিন শান্তি পুরস্কার পেয়েছিলেন?
(ক) অরুণা আসফ আলি
(খ) মহেশ্বরী দেবী
(গ) প্রতিভা রায়
(ঘ) কেউই নয়
উত্তরঃ অরুণা আসফ আলি
প্রশ্ন ১০
পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা দক্ষিণ মেরু অভিযান করেছিলেন?
(ক) সুদীপ্তা সেনগুপ্ত
(খ) দুর্বা ব্যানার্জী
(গ) আরতী সাহা
(ঘ) কেউই নয়
উত্তরঃ সুদীপ্তা সেনগুপ্ত

Comments
Post a Comment