প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ভারতের প্রথম মহিলা
প্রশ্ন ১
ভারতের প্রথম মহিলা স্পীকার কে?
(ক) কিরণ বেদী
(খ) সুশীলা আয়ার
(গ) আন্না চন্ডী
(ঘ) নার্গিস দত্ত
উত্তরঃ সুশীলা আয়ার
প্রশ্ন ২
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
(ক) প্রতিভা প্যাটেল
(খ) সরোজিনী নাইডু
(গ) ইন্দিরা গান্ধী
(ঘ) এখনও পর্যন্ত কোন মহিলা ভারতের প্রধানমন্ত্রী হয় নি
উত্তরঃ ইন্দিরা গান্ধী
প্রশ্ন ৩
কোন ভারতীয় মহিলা প্রথম ভারতরত্নে ভূষিত হয়েছিলেন?
(ক) মাদার টেরেসা
(খ) ইন্দিরা গান্ধী
(গ) শুভালক্ষ্মী
(ঘ) কেউই নয়
উত্তরঃ ইন্দিরা গান্ধী
প্রশ্ন ৪
কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেছিলেন?
(ক) দুর্বা ব্যানার্জী
(খ) বাচেন্দ্রী পাল
(গ) আরতী সাহা
(ঘ) কেউই নয়
উত্তরঃ বাচেন্দ্রী পাল
প্রশ্ন ৫
প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?
(ক) আশাপূর্ণা দেবী
(খ) অমৃতা প্রিতম
(গ) মহাদেবী বর্মা
(ঘ) কেউই নয়
উত্তরঃ আশাপূর্ণা দেবী
প্রশ্ন ৬
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?
(ক) মহাদেবী বর্মা
(খ) কিরণ বেদী
(গ) সুচেতা কৃপালিনী
(ঘ) জয়ললিতা
উত্তরঃ সুচেতা কৃপালিনী
প্রশ্ন ৭
ভারতের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যালেন পার হয়েছিলেন?
(ক) আরুতি সাহা
(খ) বাচেন্দ্রী পাল
(গ) অঞ্জু ববি জর্জ
(ঘ) এখনও পর্যন্ত কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যালেন পার হতে পারেনি
উত্তরঃ আরুতি সাহা
প্রশ্ন ৮
ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন?
(ক) ইন্দিরা গান্ধী
(খ) সুশীলা আয়ার
(গ) রমা দেবী
(ঘ) তরু দত্ত
উত্তরঃ রমা দেবী
প্রশ্ন ৯
কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম মিস ইউনিভার্স পুরস্কার পেয়ে ছিলেন?
(ক) আন্না চন্ডী
(খ) প্রিয়াঙ্কা চোপড়া
(গ) সুস্মিতা সেন
(ঘ) রিতা ফারিয়া
উত্তরঃ সুস্মিতা সেন
প্রশ্ন ১০
ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি?
(ক) আন্না চন্ডী
(খ) নার্গিস দত্ত
(গ) বাচেন্দ্রী পাল
(ঘ) সুনয়না দেবী
উত্তরঃ আন্না চন্ডী

Comments
Post a Comment