নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ভারতের প্রথম মহিলা
প্রশ্ন ১
ভারতের প্রথম মহিলা স্পীকার কে?
(ক) কিরণ বেদী
(খ) সুশীলা আয়ার
(গ) আন্না চন্ডী
(ঘ) নার্গিস দত্ত
উত্তরঃ সুশীলা আয়ার
প্রশ্ন ২
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
(ক) প্রতিভা প্যাটেল
(খ) সরোজিনী নাইডু
(গ) ইন্দিরা গান্ধী
(ঘ) এখনও পর্যন্ত কোন মহিলা ভারতের প্রধানমন্ত্রী হয় নি
উত্তরঃ ইন্দিরা গান্ধী
প্রশ্ন ৩
কোন ভারতীয় মহিলা প্রথম ভারতরত্নে ভূষিত হয়েছিলেন?
(ক) মাদার টেরেসা
(খ) ইন্দিরা গান্ধী
(গ) শুভালক্ষ্মী
(ঘ) কেউই নয়
উত্তরঃ ইন্দিরা গান্ধী
প্রশ্ন ৪
কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেছিলেন?
(ক) দুর্বা ব্যানার্জী
(খ) বাচেন্দ্রী পাল
(গ) আরতী সাহা
(ঘ) কেউই নয়
উত্তরঃ বাচেন্দ্রী পাল
প্রশ্ন ৫
প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?
(ক) আশাপূর্ণা দেবী
(খ) অমৃতা প্রিতম
(গ) মহাদেবী বর্মা
(ঘ) কেউই নয়
উত্তরঃ আশাপূর্ণা দেবী
প্রশ্ন ৬
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?
(ক) মহাদেবী বর্মা
(খ) কিরণ বেদী
(গ) সুচেতা কৃপালিনী
(ঘ) জয়ললিতা
উত্তরঃ সুচেতা কৃপালিনী
প্রশ্ন ৭
ভারতের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যালেন পার হয়েছিলেন?
(ক) আরুতি সাহা
(খ) বাচেন্দ্রী পাল
(গ) অঞ্জু ববি জর্জ
(ঘ) এখনও পর্যন্ত কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যালেন পার হতে পারেনি
উত্তরঃ আরুতি সাহা
প্রশ্ন ৮
ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন?
(ক) ইন্দিরা গান্ধী
(খ) সুশীলা আয়ার
(গ) রমা দেবী
(ঘ) তরু দত্ত
উত্তরঃ রমা দেবী
প্রশ্ন ৯
কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম মিস ইউনিভার্স পুরস্কার পেয়ে ছিলেন?
(ক) আন্না চন্ডী
(খ) প্রিয়াঙ্কা চোপড়া
(গ) সুস্মিতা সেন
(ঘ) রিতা ফারিয়া
উত্তরঃ সুস্মিতা সেন
প্রশ্ন ১০
ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি?
(ক) আন্না চন্ডী
(খ) নার্গিস দত্ত
(গ) বাচেন্দ্রী পাল
(ঘ) সুনয়না দেবী
উত্তরঃ আন্না চন্ডী
Comments
Post a Comment