🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
পশ্চিমবঙ্গের প্রথম
প্রশ্ন ১
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে?
(ক) ডঃ প্রফুল্ল ঘোষ
(খ) ডঃ বিধান চন্দ্র রায়
(গ) জ্যোতি বসু
(ঘ) কেউই নয়
উত্তরঃ ডঃ প্রফুল্ল ঘোষ
প্রশ্ন ২
পশ্চিমবঙ্গের প্রথম স্থলবাহিনীর প্রধান কে হন?
(ক) এ কে চ্যাটার্জী
(খ) সুব্রত মুখার্জী
(গ) জয়ন্ত চৌধুরী
(ঘ) কেউই নয়
উত্তরঃ জয়ন্ত চৌধুরী
প্রশ্ন ৩
পশ্চিমবঙ্গের প্রথম কে জ্ঞানপীঠ পুরস্কার পান?
(ক) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
(খ) অমিতাভ ঘোষ
(গ) রঘুবীর চৌধুরী
(ঘ) কেউই নয়
উত্তরঃ তারাশংকর বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন ৪
পশ্চিমবঙ্গের কে প্রথম ভারতরত্ন পান?
(ক) ভগবান দাস
(খ) সত্যজিৎ রায়
(গ) ডঃ বিধান চন্দ্র সেন
(ঘ) কেউই নয়
উত্তরঃ ডঃ বিধান চন্দ্র সেন
প্রশ্ন ৫
পশ্চিমবঙ্গের কে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন?
(ক) সুধী রঞ্জন দাস
(খ) অমল কুমার সরকার
(গ) বিজন কুমার মুখোপাধ্যায়
(ঘ) কেউই নয়
উত্তরঃ বিজন কুমার মুখোপাধ্যায়
প্রশ্ন ৬
কে প্রথম বিদেশে বাংলা নাটক অভিনয় করেছিলেন?
(ক) অমল কুমার সরকার
(খ) শিশির ভাদুড়ি
(গ) বিজন কুমার মুখোপাধ্যায় সত্যজিৎ রায়
(ঘ) কেউই নয়
উত্তরঃ শিশির ভাদুড়ি
প্রশ্ন ৭
বাংলায় কে প্রথম উপন্যাস লিখেছিলেন?
(ক) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
(খ) অমিতাভ ঘোষ
(গ) প্যারিচাঁদ মিত্র
(ঘ) উপরের কেউই নয়
উত্তরঃ প্যারিচাঁদ মিত্র
প্রশ্ন ৮
পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি?
(ক) আনন্দবাজার
(খ) দ্য স্টেটসম্যান
(গ) সমাচার দর্পন
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ সমাচার দর্পন
প্রশ্ন ৯
প্রথম অনার্স গ্র্যাজুয়েট কোন বাঙালী?
(ক) কামিনী রায়
(খ) সুব্রত মুখার্জী
(গ) সুভাষচন্দ্র বসু
(ঘ) উপরের কেউই নয়
উত্তরঃ কামিনী রায়
প্রশ্ন ১০
প্রথম রবীন্দ্র পুরস্কার কে পান?
(ক) আশাপূর্ণ দেবী
(খ) অমিতাভ সরকার
(গ) বিজন কুমার মুখোপাধ্যায়
(ঘ) কেউই নয়
উত্তরঃ আশাপূর্ণ দেবী

Comments
Post a Comment