দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
প্রশ্ন ১
স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
(ক) ডঃ জাকির হোসেন
(খ) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(গ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(ঘ) জওহরলাল নেহেরু
উত্তরঃ
ডঃ রাজেন্দ্র প্রসাদ
প্রশ্ন ২
স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে?
(ক) ডঃ জাকির হোসেন
(খ) ডঃ ভি ভি গিরি
(গ) জি এস পাঠক
(ঘ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(খ) ডঃ ভি ভি গিরি
(গ) জি এস পাঠক
(ঘ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
উত্তরঃ
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
প্রশ্ন ৩
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
(ক) ইন্দিরা গান্ধী
(খ) জওহরলাল নেহেরু
(গ) লাল বাহাদুর শাস্ত্রী
(ঘ) মোরারজি দেশাই
উত্তরঃ
জওহরলাল নেহেরু
প্রশ্ন৪
স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে?
(ক) হীরালাল জে কানাইয়া
(খ) এ এন রায়
(গ) বি পি সিনহা
(ঘ) পি এন ভগবতী
উত্তরঃ
হীরালাল জে কানাইয়া
প্রশ্ন ৫
স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
(ক) ডঃ নগেন্দ্র সিংহ
(খ) আর কে ত্রিবেদী
(গ) টি স্বামীনাথণ
(ঘ) সুকুমার সেন
উত্তরঃ
সুকুমার সেন
প্রশ্ন ৬
দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পেয়েছিলেন?
(ক) শ্রীমতী দেবিকা রানী
(খ) বি এন সরকার
(গ) বি এন রেড্ডি
(ঘ) খান আব্দুল গফফর খান
উত্তরঃ
শ্রীমতী দেবিকা রানী
প্রশ্ন ৭
নিম্নলিখিত ব্যক্তি গণের মধ্যে প্রথম কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?
(ক) তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়
(খ) টি এস পিল্লাই
(গ) জি শঙ্কর কুরুপ
(ঘ) পান্না লাল প্যাটেল
উত্তরঃ
জি শঙ্কর কুরুপ
প্রশ্ন ৮
কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন?
(ক) ডঃ হর গোবিন্দ খুরানা
(খ) ডঃ অমর্ত্য সেন
(গ) রবীন্দ্র নাথ ঠাকুর
(ঘ) স্যার সি ভি রমণ
উত্তরঃ
রবীন্দ্র নাথ ঠাকুর
প্রশ্ন ৯
ভারতের প্রথম আই সি এস অফিসার কে ?
(ক) সুভাষ চন্দ্র বসু
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(গ) রাধানাথ শিকদার
(ঘ) অমিতাভ চৌধুরী
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(গ) রাধানাথ শিকদার
(ঘ) অমিতাভ চৌধুরী
উত্তরঃ
সত্যেন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন ১০
ভারতের প্রথম মহাকাশচারী কে ?
(ক) শিব কুমার
(খ) মিহির সেন
(গ) রাকেশ শর্মা
(ঘ) জে আর ডি টাটা
উত্তরঃ
রাকেশ শর্মা
✶✶✶
⚡ভারতে প্রথম, সেট ২[NEXT]
✶✶✶

Comments
Post a Comment