পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
ভারতে প্রথম
প্রশ্ন ১
ভারতের প্রথম মহিলা বিশ্ব বিদ্যালয় কোথায় গড়ে উঠেছিল?
(ক) কলকাতা
(খ) গুয়াহাটি
(গ) পুনে
(ঘ) দিল্লী
উত্তরঃ
পুনে
প্রশ্ন ২
ভারতের প্রথম দেশীয় ব্যাঙ্ক কোনটি?
(ক) দেনা ব্যাঙ্ক
(খ) রিজার্ভ ব্যাঙ্ক
(গ) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(ঘ) পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক
উত্তরঃ
পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক
প্রশ্ন ৩
ভারতের প্রথম বিদেশী ব্যাঙ্ক কোনটি?
(ক) অ্যাক্সিস ব্যাঙ্ক
(খ) চাটার্ড ব্যাঙ্ক
(গ) এইচ এস বি সি ব্যাঙ্ক
(ঘ) সিটি ব্যাঙ্ক
উত্তরঃ
চাটার্ড ব্যাঙ্ক
প্রশ্ন ৪
ভারতে প্রথম মেডিক্যাল কলেজ কোথায় গড়ে উঠেছিল?
(ক) কটক
(খ) জয়পুর
(গ) দিল্লী
(ঘ) কলকাতা
উত্তরঃ
কলকাতা
প্রশ্ন ৫
ভারতের প্রথম যুদ্ধ জাহাজ কোনটি?
(ক) আই এন এস বিনাস
(খ)আই এন এস শক্তি
(গ)আই এন এস বিক্রান্ত
(ঘ)আই এন এস অজয়
উত্তরঃ
আই এন এস বিনাস
প্রশ্ন ৬
ভারতের প্রথম সুপার ফাস্ট ট্রেন কোনটি?
(ক) হাওড়া দিল্লী রাজধানী এক্সপ্রেস
(খ) হাওড়া দিল্লী শতাব্দী এক্সপ্রেস
(গ) হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস
(ঘ) কালাকা মেল
উত্তরঃ
হাওড়া দিল্লী রাজধানী এক্সপ্রেস
প্রশ্ন ৭
ভারতের প্রথম রঙ্গীন চলচিত্র কোনটি?
(ক) রাজা হরিশচন্দ্র
(খ) আলম আরা
(গ) কান কান ডান্স
(ঘ) পুন্ডলিক
উত্তরঃ
কান কান ডান্স
প্রশ্ন ৮
কোন ভারতীয় প্রথম ভারত রত্ন পেয়েছিলেন?
(ক) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(খ) সি রাজাগোপালাচারী
(গ) সি ভি রামণ
(ঘ) ভগবান দাস
উত্তরঃ
সি রাজাগোপালাচারী
প্রশ্ন ৯
প্রথম কোন হলিউড চলচিত্র হিন্দীতে অনুবাদ করা হয়েছিল?
(ক) জুরাসিক পার্ক
(খ) টাইটানিক
(গ) দ্য এন্ড
(ঘ) স্পাইডার ম্যান
উত্তরঃ
জুরাসিক পার্ক
প্রশ্ন ১০
ভারতে প্রথম কোন নির্বাচনে ভোটদানে সময় অমোছনীয় কালির ব্যবহার শুরু হয়?
(ক) ১৯৫২ সালে প্রথম সাধারণ ভোটে
(খ) ১৯৮২ সালে লোকসভা ভোটে
(গ) ২০০৬ সালে পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে
(ঘ) ১৯৬২ সালে লোকসভা নির্বাচনে
উত্তরঃ
১৯৬২ সালে লোকসভা নির্বাচনে

Comments
Post a Comment