Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় (A detailed introduction to the social life of the inhabitants of the Harappan civilization)

🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয়           হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

Miscellaneous Q&A for WBCS Exam, Set 08 - ইতিহাস

Miscellaneous Q&A for WBCS Exam, Set 08 প্রশ্নঃ ১ গ্রন্থসাহেব কে সংকলন করেন ? উত্তরঃ গুরু অর্জুন সিংহ    প্রশ্নঃ ২ "ডন সোসাইটি" কে প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ  সতীশচন্দ্র মুখোপাধ্যায়  প্রশ্নঃ ৩ হিন্দু কলেজ কত সালে স্থাপিত হয় ? উত্তরঃ ১৮১৭ সালে  প্রশ্নঃ ৪ শিবাজীর অর্থমন্ত্রী কে কি বলা হতো ? উত্তরঃ  অমাত্য 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 07 - সাধারণ বিজ্ঞান

Miscellaneous Q&A for WBCS Exam প্রশ্ন : ১ পারদ জলের তুলনায় কতগুণ ভারী ? উত্তর :  ১৩.৬ গুন্  প্রশ্ন : ২ কোন তরলের তাপমাত্রা বাড়ালে আয়তন কমে কিন্তু ঘনত্ব বাড়ে ? উত্তর :  জল  প্রশ্ন : ৩ গন্ধক কিসে দ্রবীভূত হয় ? উত্তর :  কার্বন ডাই অক্সাইড 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ৩০ - ভূগোল

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোন দ্বীপটি ভারত এবং শ্রীলংকার মাঝে অবস্থিত ? (a) এলিফ্যান্টা  (b) নিকোবর  (c) রামেশ্বরম  (d) সালসেট  উত্তর : C  প্রশ্ন ২ নিচের কোন নদীটি একাধিক দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ? (a) ব্রহ্মপুত্র  (b) গঙ্গা  (c) সিন্ধু  (d) উপরের সবকটি  উত্তর : D 

স্ত্রীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়

স্ত্রীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়                   স্ত্রীশিক্ষা প্রসারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদ্যাসাগর মহাশয় বিশ্বাস করতেন যে, স্ত্রীজাতির উন্নতি ছাড়া দেশের ধর্ম, সমাজ ও জীবনধারার স্থায়ী বা প্রকৃত উন্নতি সম্ভব নয়। (১) বিদ্যালয় প্রতিষ্ঠা– সরকারি সাহায্য ছাড়াই নিজের উদ্যোগে তিনি ৩৫ টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি গ্রামাঞ্চলে বালিকা বিদ্যালয় স্থাপনের ওপর জোর দেন। নারীদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে তিনি ড্রিঙ্কওয়াটার বেথুনের সঙ্গে মিলিতভাবে বেথুন স্কুল তৈরি করেন। (২) কলেজ প্রতিষ্ঠা– নারীদের উচ্চশিক্ষার আলোয় নিয়ে আসার জন্য তিনি প্রতিষ্ঠা করেন বেথুন কলেজ, মেট্রোপলিটান কলেজ (যার এখন নাম ‘বিদ্যাসাগর কলেজ’)। (৩) শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা– স্ত্রীশিক্ষার সুষ্ঠু প্রসারের লক্ষ্যে বিদ্যাসাগর মহাশয়ের মেদিনীপুর, হুগলি, বর্ধমান–সহ বিভিন্ন জেলায় ‘স্ত্রীশিক্ষা সম্মিলনী’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। মহাদেব গোবিন্দ রানাডে বিদ্যাসাগরের নারীকল্যাণকর ভূমিকার প্রতি শ্রদ্ধা জান...

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - ‘ট্র্যাডিশনাল মডার্নাইজার’

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - ‘ট্র্যাডিশনাল মডার্নাইজার’             ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৫১ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন। এরপর তিনি সংস্কৃত কলেজে র  ইংরেজি পঠনপাঠন প্রবর্তন করেন। বিদ্যাসাগর মহাশয় সকলের জন্য সংস্কৃত কলেজের দ্বার উন্মুক্ত করে দেন। তাঁর মূল বক্তব্য ছিল ‘যুক্তির বিকাশের জন্য পাশ্চাত্য-শিক্ষা’র প্রয়োজন। কিন্তু সেই শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। এজন্য তিনি বাংলা স্কুল প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেন। তাঁর উদ্যোগে বিভিন্ন জেলায় বহু মডেল স্কুল চালু হয়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল। কিন্তু পাশ্চাত্য-শিক্ষার প্রতি তাঁর কোনো অনীহা ছিল না। তিনি বিশ্বাস করতেন যে, প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ের মাধ্যমে ভারতবাসীর সর্বাঙ্গীণ উন্নতি সম্ভব। এই কারণে ড. অমলেশ ত্রিপাঠী বিদ্যাসাগর মহাশয়কে “Traditional Moderniser” বলে অভিহিত করেছেন।

Miscellaneous Q&A for WBCS Exam, Set 06 - সাধারণ বিজ্ঞান

Miscellaneous Q&A for WBCS Exam প্রশ্ন ১.  পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ? উত্তরঃ  শুক্র  প্রশ্ন ২.  উদ্ভিদের মূল স্ফীত হয় ও পাতা কুঁকড়ে যায় কিসের অভাবে ? উত্তরঃ  বোরন  প্রশ্ন ৩.  প্রোটিন অপুষ্টি জনিত রোগ কোনটি ? উত্তরঃ  কাওয়াশিয়রকর  প্রশ্ন ৪.  বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেই ? উত্তরঃ  ওজন  প্রশ্ন ৫.  আলবিউমিন থাকে কোন খাদ্যদ্রব্যে ? উত্তরঃ  ডিম্ 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৯

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোনটি থাকার কারণে বারুদ দ্রুত জ্বলে ওঠে ? (a) চারকোল  (b) পটাশিয়াম নাইট্রেট  (c) বেরিয়াম  (d) সালফার  উত্তর : (d) প্রশ্ন ২ নামদফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ? (a) অসম  (b) রাজস্থান  (c) অরুণাচল প্রদেশ  (d) জম্মু ও কাশ্মীর  উত্তর : (c)

Miscellaneous Q&A for WBCS Exam, Set 05

Miscellaneous Q&A for WBCS Exam 🧿IAA হলো - প্রাকৃতিক অক্সিন।  🧿প্রখ্যাত কবি ও গীতিকার গুলজার এর আসল নাম - সম্পূরণ সিং কালরা।  🧿লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন - আবদুল গফ্ফর খানকে।  🧿মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় - ১৯০৬ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 04

Miscellaneous Q&A for WBCS Exam 🧿সংবাদপত্রের মুক্তিদাতারূপে পরিচিত ছিলেন - মেটকাফ।  🧿ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় - ১৯৫১ সালে।  🧿ভারতের EXIM ব্যাঙ্ক কাজ করে - ভারতের আমদানি রপ্তানির জন্য। 🧿বোম্বাই তে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় - ১৮৭৫ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 03

Miscellaneous Q&A for WBCS Exam 🧿ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশক টি হলো - ১৯৬০ এর দশক।  🧿অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা যায় ? - প্রাথমিক, মাধ্যমিক, এবং  সেবাক্ষেত্র।  🧿কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় - চাষী নিজেই জমির মালিক।  🧿NABARD প্রতিষ্ঠানটির কিসের সাথে জড়িত ? - গ্রামের উন্নয়ন।