Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - ভৌতবিজ্ঞান - পরিবেশের জন্য ভাবনা - নোটস (Concern About Our Environment)

পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC
Recent posts

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair)

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বিসদৃশ শব্দ (Odd One Out)

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বিসদৃশ শব্দ (Odd One Out) ১. ফটোট্রপিক চলন, জিওট্রপিক চলন, ফটোট্যাকটিক চলন , হাইড্রোট্রপিক চলন। (উত্তর: ফটোট্যাকটিক চলন —বাকিগুলো ট্রপিক চলন) ২. সূর্যমুখী, পদ্ম, জুই, টিউলিপ । (উত্তর: টিউলিপ —বাকিগুলো ফটোন্যাস্টিক চলন দেখায়, টিউলিপ থার্মোন্যাস্টিক) ৩. ক্রেস্কোগ্রাফ, বনচাঁড়াল, লজ্জাবতী, থার্মোমিটার । (উত্তর: থার্মোমিটার —বাকিগুলো উদ্ভিদের সংবেদনশীলতা পরীক্ষার সাথে যুক্ত) ৪. সিসমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, ফটোন্যাস্টিক, ফটোট্রপিক । (উত্তর: ফটোট্রপিক —বাকিগুলো ন্যাস্টিক চলন) ৫. ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স, ডায়াটম, আম গাছ । (উত্তর: আম গাছ —বাকিগুলোতে ট্যাকটিক চলন বা গমন দেখা যায়)

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - সমতা বিধান (Match the Columns)

 দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - সমতা বিধান (Match the Columns)

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - এক নম্বরের প্রশ্ন

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও বিভাগ ১: সাধারণ ও যন্ত্র বিষয়ক ১. উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে কী বলে? উত্তর: সংবেদনশীলতা। ২. উদ্ভিদের উদ্দীপনা মাপার যন্ত্রের নাম কী? উত্তর: ক্রেস্কোগ্রাফ। ৩. ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? উত্তর: আচার্য জগদীশচন্দ্র বসু। ৪. সামগ্রিক চলন বা গমন দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম বলো। উত্তর: ক্ল্যামাইডোমোনাস (বা ভলবক্স)।

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - সত্য মিথ্যা

 নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরুপন করো :  বিভাগ ১: সাধারণ ধারণা ও বিজ্ঞানীর অবদান ১. উদ্দীপক প্রয়োগে জীবদেহের সাড়া দেওয়ার ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। (সত্য)  ২. উদ্ভিদের গমনে সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। (মিথ্যা - গমনে স্থান পরিবর্তন হয়)  ৩. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করেন যে উদ্ভিদের প্রাণ আছে। (সত্য)  ৪. ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের চলন পরিমাপ করা হয়। (সত্য)  ৫. প্রাণীদের মতো উদ্ভিদেরও উন্নত স্নায়ুতন্ত্র থাকে। (মিথ্যা - উদ্ভিদের স্নায়ুতন্ত্র নেই)  ৬. প্রোটোপ্লাজমের রোটেশন বা সারকুলেশন চলন পাতাশ্যাওলার কোশে দেখা যায়। (সত্য) বিভাগ ২: ট্যাকটিক চলন (Tactic Movement) ৭. ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। (সত্য)  ৮. ফটোট্যাকটিক চলন কেবল আলোর তীব্রতার ওপর নির্ভর করে। (মিথ্যা - তীব্রতা ও গতিপথ উভয়ের ওপর নির্ভর করে)  ৯. ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালে ট্যাকটিক চলন দেখা যায়। (সত্য)  ১০. ট্যাকটিক চলন এক প্রকার বক্র চলন। (মিথ্যা - এটি সামগ্রিক চলন)  ১১. ট্যাকটিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। (মিথ্য...

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - শূন্যস্থান পূরণ

  নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো :  বিভাগ ১: সাধারণ ধারণা ও জগদীশচন্দ্র বসু ১. উদ্দীপকের উপস্থিতিতে নির্দিষ্ট স্থানে সংলগ্ন থেকে উদ্ভিদ অঙ্গের সঞ্চালনকে ________ বলে। ২. প্রাণীদের মতো উদ্দীপনায় সাড়া দেওয়ার ঘটনাকে উদ্ভিদের ________ বলে। ৩. শৈবালদের স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করাকে ________ বলে। ৪. আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের বৃদ্ধি মাপার জন্য ________ যন্ত্রটি ব্যবহার করেছিলেন। ৫. বনচাঁড়ালের পত্রক দুটির চলনকে ________ চলন বলা হয়। ৬. লজ্জাবতী লতার বিজ্ঞানসম্মত নাম হলো ________। ৭. স্পর্শ করলে লজ্জাবতীর পাতার রসস্ফীতি চাপ ________ যায়।

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন

  দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে?  (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি  উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে?  (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা  উত্তর: (গ) গমন

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - গুরুত্বপূর্ণ তথ্য

 দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - গুরুত্বপূর্ণ তথ্য ১. উদ্ভিদের চলন (Plant Movement)           উদ্ভিদ সাধারণত এক জায়গায় স্থির থাকে, তবে উদ্দীপকের প্রভাবে বা জৈবিক প্রয়োজনে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয়। একেই চলন বলে। চলন ও গমন: চলনে প্রাণীর মতো সামগ্রিক স্থান পরিবর্তন হয় না (ব্যতিক্রম: ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স)। গমনে সামগ্রিক স্থান পরিবর্তন হয়। আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান: তিনি প্রমাণ করেন উদ্ভিদের প্রাণ আছে এবং তারা উদ্দীপনায় সাড়া দেয়। তার আবিষ্কৃত যন্ত্র হলো— ক্রেসকোগ্রাফ (Crescograph) ।

দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-বহু বিকল্পভিত্তিক প্রশ্ন

বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1  ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না?  (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)