দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair)
দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair)
'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ :
১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓
অক্সিন
২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓
ফটোট্রপিক
৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓
বনচাঁড়াল
৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓
সুন্দরী গাছের শ্বাসমূল
৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓
থার্মোন্যাস্টিক
৬. ট্যাকটিক চলন : সামগ্রিক চলন :: ট্রপিক চলন : ❓
বক্র চলন (বা বৃদ্ধিজ চলন)
৭. মসের শুক্রাণু : কেমোট্যাকটিক :: সূর্যশিশিরের কর্ষিকা : ❓
কেমোন্যাস্টিক
৮. মূল : পজিটিভ জিওট্রপিক :: বিটপ : ❓
নেগেটিভ জিওট্রপিক (বা পজিটিভ ফটোট্রপিক)
৯. স্পর্শ : সিসমোন্যাস্টিক :: উষ্ণতা : ❓
থার্মোন্যাস্টিক
১০. ট্রপিক চলন : উদ্দীপকের গতিপথ :: ন্যাস্টিক চলন : ❓
উদ্দীপকের তীব্রতা
১১. ক্ল্যামাইডোমোনাস : ফটোট্যাকটিক :: ভলবক্স : ❓
ফটোট্যাকটিক
১২. অক্সিন হরমোন : ট্রপিক চলন :: রসস্ফীতি চাপ : ❓
ন্যাস্টিক চলন (বা সিসমোন্যাস্টিক)
১৩. পদ্ম : ফটোন্যাস্টিক :: জুই : ❓
ফটোন্যাস্টিক
১৪. ফটোট্রপিক : আলো :: হাইড্রোট্রপিক : ❓
জল
১৫. বিটপ : পজিটিভ ফটোট্রপিক :: মূল : ❓
নেগেটিভ ফটোট্রপিক
১৬. সচল উদ্ভিদ : শৈবাল :: স্থির উদ্ভিদ : ❓
আম গাছ/বট গাছ (যেকোনো উচ্চশ্রেণির উদ্ভিদ)
১৭. দিকনির্ণীত চলন : ট্রপিক চলন :: ব্যাপ্তি চলন : ❓
ন্যাস্টিক চলন
১৮. শৈবালের আলোর দিকে গমন : ট্যাকটিক চলন :: উদ্ভিদের মূলের জলের দিকে বৃদ্ধি : ❓
ট্রপিক চলন
১৯. প্রকরণ চলন : স্বতঃস্ফূর্ত বক্র চলন :: ট্রপিক চলন : ❓
আবিষ্ট বক্র চলন
২০. লজ্জাবতী : পালভিনাস :: বনচাঁড়াল : ❓
পিটিওলার পালভিনাস (বা পত্রমূল)
সহজ মনে রাখার টিপস:
যদি প্রথম জোড়ায় উদ্দীপক ও চলনের নাম থাকে, তবে দ্বিতীয় জোড়াতেও তাই বসাবে।
যদি উদ্ভিদ ও চলনের নাম থাকে, তবে সেই অনুযায়ী পূরণ করবে।

Comments
Post a Comment