পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সমপ্রায় ভূমি
অনুচ্চ পার্বত্যভূমি কিংবা প্রাচীন মালভূমি ও উচ্চভূমি বিভিন্ন সূর্যের তাপ, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে এক সময় উঁচু-নীচু ঢেউ খেলানো ‘প্রায় সমতলভূমিতে’ পরিণত হয়, এদের সমপ্রায় ভূমি বলে।
ভূবিজ্ঞানী W.M.Davis-এর মতে, “Peneplain is a low, featureless plain of undulating surface and it is the end product of normal cycle of erosion.” তবে সমপ্রায়ভূমি মূলত সৃষ্টি হয় নদীর পার্শ্বক্ষয় এবং আবহবিকার ও নগ্নীভবন প্রক্রিয়ার যুগ্মক্রিয়ার ফলে। সমপ্রায়ভূমি প্রধানত সমুদ্রতলের প্রায় সমান্তরালে অবস্থান করে। সমপ্রায়ভূমির ওপর কঠিন শিলা দ্বারা গঠিত টিলা বা অবশিষ্ট পাহাড় ক্ষয়প্রতিরোধ করে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদের মোনাডনক বলে। ভারতের মেঘালয় মালভূমি হল একটি সমপ্রায়ভূমি।
উদাহরণ ::
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটোনাগপুর মালভূমির পূর্ব দিকের কোনো কোনো অংশ সমপ্রায়ভূমিতে পরিণত হয়েছে এবং এদের মধ্যে পরেশনাথ ও পাঞ্চেত পাহাড় দুটি হল মোনাডনক।
Comments
Post a Comment