পদার্থ
প্রশ্ন:১
যে ধাতু জলে দিলে জ্বলে ওঠে সেটি হল—
(a) প্ল্যাটিনাম
(b) সোডিয়াম
(c) ম্যাগনেশিয়াম
উত্তর: B
প্রশ্ন:২
HCl-এর সাথে বিক্রিয়ায় যে ধাতু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না সেটি হল—
(a) সােডিয়াম
(b) তামা
(c) অ্যালুমিনিয়াম
উত্তর: B
প্রশ্ন:৩
সাদা ফসফরাস ও আয়ােডিনের সংযােগ ঘটলেই আগুন জ্বলে ওঠে এবং ফসফরাস ট্রাইআয়ােডাইড উৎপন্ন হয়। এই রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হল—
(a) তাপ
(b) সংযােগ
(c) আলােক
উত্তর: B
প্রশ্ন:৪
একই সাথে ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে—
(a) মােমবাতির দহনে
(b) চাল থেকে মুড়ি প্রস্তুতির সময়
(c) প্ল্যাটিনাম তার বুনসেন শিখায় ধরলে
উত্তর: A
প্রশ্ন:৫
আলাের প্রতিফলনে সক্ষম অধাতু হল—
(a) হীরক
(b) সালফার
(c) বােরন
উত্তর: A
প্রশ্ন:৬
অ্যাসিটিলিন বিয়ােজিত হয়ে কার্বন ও হাইড্রোজেনে পরিণত হয়। এই রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হল—
(a) তাপ
(b) চাপ
(c) শব্দ
উত্তর: C
প্রশ্ন:৭
যে অধাতু বেগুনি রঙের বাষ্প দেয় সেটি হল—
(a) আয়ােডিন
(b) গন্ধক
(c) ফসফরাস
উত্তর: A
প্রশ্ন:৮
পটাশিয়াম ক্লোরেট বিয়ােজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন করে। এই রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হল—
(a) আলােক
(b) তাপ
(c) চাপ
উত্তর: B
প্রশ্ন:৯
কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
(a) চাল থেকে মুড়ি
(b) লােহায় মরচে পড়া
(c) প্ল্যাটিনাম তার বুনসেন শিখায় ধরলে উজ্জ্বল আলাে বেরােয়
উত্তর: C
প্রশ্ন:১০
সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হল—
(a) রেডন
(b) আর্গন
(c) হিলিয়াম
উত্তর: C
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
👉পদার্থ সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Comments
Post a Comment