হাইড্রোজেন সালফাইড
প্রশ্ন:১
নীচের কোন্ গ্যাসটি গন্ধ দ্বারা চেনা যায় ?
(a) নাইট্রোজেন
(b) হাইড্রোজেন
(c) হাইড্রোজেন সালফাইড
উত্তর: C
প্রশ্ন:২
পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে যে গ্যাস ব্যবহার করা হয় তা হল—
(a) CO2
(b) NH3
(c) H2S
উত্তর: C
প্রশ্ন:৩
যে তরলের নিম্ন অপসারণ দ্বারা হাইড্রোজেন সালফাইড সংগ্রহ করা যেতে পারে সেটি হল—
(a) ঠান্ডা জল
(b) গরম জল
(c) পারদ
উত্তর: B
প্রশ্ন:৪
বেশ কিছুদিন ব্যবহারের পর রুপাের গয়নার ওপর কালাে রঙের আস্তরণ পড়ে রুপাের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়। আস্তরিত পদার্থটির সংকেত হল—
(a) HgS
(b) Ag2S
(c) AgCI
উত্তর: B
প্রশ্ন:৫
লেড অ্যাসিটেট সিক্ত কাগজ কালাে করে—
(a) H2S
(b) NH3
(c) H2
উত্তর: A
প্রশ্ন:৬
H2S গ্যাসের গন্ধ হল—
(a) পচা ডিমের মতো
(b) তীব্র ঝাঁজালো
(c) গন্ধহীন
উত্তর: A
প্রশ্ন:৭
একটি বিজারক যৌগিক গ্যাসের উদাহরণ হল—
(a) H2S
(b) CO2
(c) NO2
উত্তর: A
প্রশ্ন:৮
হাইড্রোজেন সালফাইড বাতাসের চেয়ে—
(a) খুব ভারী
(b) হালকা
(c) ভারী
উত্তর: C
প্রশ্ন:৯
পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড তৈরির জন্য কোন্ জোড়া উপাদান নির্বাচন করবে ?
(a) অ্যামােনিয়াম সালফেট ও সালফিউরিক অ্যাসিড
(b) ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিড
(c) ফেরাস সালফাইড ও গাঢ় সালফিউরিক অ্যাসিড
উত্তর: B
প্রশ্ন:১০
যে গ্যাস সিক্ত নীল লিটমাসকে লাল করে সেটি হল—
(a) H2S
(b) NH3
(c) H2
উত্তর: A
Comments
Post a Comment