বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
দ্রবণ
প্রশ্ন:১
দ্রবণ একটি—
(a) মিশ্র পদার্থ
(b) মৌলিক পদার্থ
(c) যৌগিক পদার্থ
উত্তর: A
প্রশ্ন:২
সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করলে—
(a) দ্রবণটি অতিপৃক্ত হয়
(b) দ্রবণটি সম্পৃক্তই থাকে
(c) দ্রবণটি অসম্পৃক্ত হয়
উত্তর: B
প্রশ্ন:৩
কুয়াশা হল—
(a) গ্যাসে তরলের দ্রবন
(b) গ্যাসে গ্যাসের দ্রবন
(c) গ্যাসে কঠিনের দ্রবন
উত্তর: A
প্রশ্ন:৪
সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে—
(a) দ্রবণটি অসম্পৃক্ত হয়
(b) দ্রবণটি অতিপৃক্ত হয়
(c) সম্পৃক্তই থাকে
উত্তর: A
প্রশ্ন:৫
একটি উদগ্রাহী পদার্থ হল—
(a) সােডিয়াম কার্বনেট
(b) ম্যাগনেশিয়াম ক্লোরাইড
(c) সােডিয়াম সালফেট
উত্তর: B
প্রশ্ন:৬
সােদক সােডিয়াম কার্বনেটের একটি অণুতে জলের অণুর সংখ্যা—
(a) 5
(b) 7
(c) 10
উত্তর: C
প্রশ্ন:৭
গন্ধকের একটি দ্রাবক হচ্ছে—
(a) জল
(b) ইথাইল অ্যালকোহল
(c) কার্বন ডাইসালফাইড
উত্তর: C
প্রশ্ন:৮
অসম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করতে থাকলে এক বিশেষ উষ্ণতায়—
(a) দ্রবণটি সম্পৃক্ত হয়
(b) দ্রবণটি অসম্পৃক্তই থাকে
(c) দ্রবণটি অতিপৃক্ত হয়
উত্তর: A
প্রশ্ন:৯
ধোঁয়া হল—
(a) গ্যাসে গ্যাসের দ্রবন
(b) গ্যাসের কার্বনের দ্রবণ
(c) কোলয়ডীয় দ্রবণ
উত্তর: B
প্রশ্ন:১০
উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা—
(a) বৃদ্ধি পায়
(b) একই থাকে
(c) হ্রাস পায়
উত্তর: C
দ্রবণ একটি—
(a) মিশ্র পদার্থ
(b) মৌলিক পদার্থ
(c) যৌগিক পদার্থ
উত্তর: A
প্রশ্ন:২
সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করলে—
(a) দ্রবণটি অতিপৃক্ত হয়
(b) দ্রবণটি সম্পৃক্তই থাকে
(c) দ্রবণটি অসম্পৃক্ত হয়
উত্তর: B
প্রশ্ন:৩
কুয়াশা হল—
(a) গ্যাসে তরলের দ্রবন
(b) গ্যাসে গ্যাসের দ্রবন
(c) গ্যাসে কঠিনের দ্রবন
উত্তর: A
প্রশ্ন:৪
সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে—
(a) দ্রবণটি অসম্পৃক্ত হয়
(b) দ্রবণটি অতিপৃক্ত হয়
(c) সম্পৃক্তই থাকে
উত্তর: A
প্রশ্ন:৫
একটি উদগ্রাহী পদার্থ হল—
(a) সােডিয়াম কার্বনেট
(b) ম্যাগনেশিয়াম ক্লোরাইড
(c) সােডিয়াম সালফেট
উত্তর: B
প্রশ্ন:৬
সােদক সােডিয়াম কার্বনেটের একটি অণুতে জলের অণুর সংখ্যা—
(a) 5
(b) 7
(c) 10
উত্তর: C
প্রশ্ন:৭
গন্ধকের একটি দ্রাবক হচ্ছে—
(a) জল
(b) ইথাইল অ্যালকোহল
(c) কার্বন ডাইসালফাইড
উত্তর: C
প্রশ্ন:৮
অসম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করতে থাকলে এক বিশেষ উষ্ণতায়—
(a) দ্রবণটি সম্পৃক্ত হয়
(b) দ্রবণটি অসম্পৃক্তই থাকে
(c) দ্রবণটি অতিপৃক্ত হয়
উত্তর: A
প্রশ্ন:৯
ধোঁয়া হল—
(a) গ্যাসে গ্যাসের দ্রবন
(b) গ্যাসের কার্বনের দ্রবণ
(c) কোলয়ডীয় দ্রবণ
উত্তর: B
প্রশ্ন:১০
উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা—
(a) বৃদ্ধি পায়
(b) একই থাকে
(c) হ্রাস পায়
উত্তর: C

Comments
Post a Comment