জল
প্রশ্ন:১
নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে বেশি হল যে ধাতুর তা হল—
(a) ম্যাগনেশিয়াম
(b) পটাশিয়াম
(c) জিংক
উত্তর: B
প্রশ্ন:২
স্থায়ী খর জলের মধ্যে Ca, Mg প্রভৃতি ধাতুর নীচের যে লবণগুলি উপস্থিত থাকে তা হল—
(a) কার্বনেট লবণ
(b) বাইকার্বনেট লবণ
(c) সালফেট লবণ
উত্তর: C
প্রশ্ন:৩
কলকারখানার বয়লারে কোন্ জল ব্যবহার করা হয়—
(a) মৃদু জল
(b) খর জল
(c) পানীয় জল
উত্তর: A
প্রশ্ন:৪
আর্সেনিক দূষণের কারণে সৃষ্ট রােগের নাম—
(a) ব্ল্যাক ফুট ডিজিজ
(b) ফ্লুরােসিস
(c) হেপাটাইটিস
উত্তর: A
প্রশ্ন:৫
জলের সঙ্গে বিক্রিয়া করে না—
(a) Ca
(b) Mg
(c) Pb
উত্তর: C
প্রশ্ন:৬
যে জলে বেশ কিছুটা সাবান ঘষার পর সামান্য ফেনা উৎপন্ন হয়,তাকে বলে—
(a) মৃদু জল
(b) খর জল
(c) পানীয় জল
উত্তর: B
প্রশ্ন:৭
ফ্লুরাইডজনিত দূষণের কারণে সৃষ্ট রােগের নাম—
(a) ব্ল্যাক ফুট ডিজিজ
(b) ফ্লুরােসিস
(c) আর্সেনিকোসিস
উত্তর: B
প্রশ্ন:৮
সাধারণ তাপমাত্রায় জলের সঙ্গে বিক্রিয়া করে—
(a) Mg
(b) K
(c) Cu
উত্তর: B
প্রশ্ন:৯
স্ফুটন প্রক্রিয়ায় সেই অস্থায়ী খর জলের খরতা সম্পূর্ণভাবে দূর করা যায় না যাতে দ্রবীভূত থাকে—
(a) ম্যাগনেশিয়াম বাইকার্বনেট
(b) ক্যালশিয়াম বাইকার্বনেট
(c) ফেরাস বাইকার্বনেট
উত্তর: A
প্রশ্ন:১০
বহুমুখী দ্রাবক হল—
(a) অ্যালকোহল
(b) ইথার
(c) জল
উত্তর: C
Comments
Post a Comment