অ্যামােনিয়া
প্রশ্ন:১
গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় সাদা ধোঁয়া উৎপন্ন করে—
(a) O2
(b) CO2
(c) NH3
উত্তর: C
প্রশ্ন:২
অ্যামােনিয়া বাতাসের চেয়ে—
(a) ভারী
(b) খুব ভারী
(c) হালকা
উত্তর: C
প্রশ্ন:৩
পরীক্ষাগারে অ্যামােনিয়া গ্যাস তৈরির জন্য কোন্ জোড়া উপাদান নির্বাচন করবে ?
(a) সােডিয়াম নাইট্রাইট ও অ্যামােনিয়াম ক্লোরাইড
(b) অ্যামােনিয়াম ক্লোরাইড ও কলিচুন
(c) অ্যামােনিয়াম সালফেট ও সালফিউরিক অ্যাসিড
উত্তর: B
প্রশ্ন:৪
জলে অ্যামােনিয়ার দ্রাব্যতা—
(a) খুব বেশি
(b) খুব কম
(c) কম
উত্তর: A
প্রশ্ন:৫
কোন্ উক্তিটি ভুল ?
(a) কিপস যন্ত্রে অ্যামােনিয়া প্রস্তুত করা যায় না
(b) অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে
(c) অ্যামোনিয়ার বিজারণ ধর্ম নেই
উত্তর: C
প্রশ্ন:৬
অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহার করা হয়—
(a) পােড়াচুন
(b) সালফিউরিক অ্যাসিড
(c) ফসফরাস পেন্টক্সাইড
উত্তর: A
প্রশ্ন:৭
তীব্র ঝাঁজালাে গন্ধযুক্ত যৌগিক গ্যাস হল—
(a) CO2
(b) H2S
(c) NH3
উত্তর: C
প্রশ্ন:৮
কোন গ্যাস সিক্ত লাল লিটমাস কাগজকে নীল করে ?
(a) CO2
(b) NH3
(c) H2S
উত্তর: B
প্রশ্ন:৯
যে গ্যাস শোষণে নেসলার দ্রবণ তামাটে (বাদামি) হয়ে যায় তা হল—
(a) CO2
(b) NH3
(c) H2S
উত্তর: B
প্রশ্ন:১০
একটি বিজারক যৌগিক গ্যাসের উদাহরণ হল—
(a) NH3
(b) CO2
(c) NO2
উত্তর: A
Comments
Post a Comment