নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি
প্রশ্ন:১
যে কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি সেটি হল—
(a) পিট কয়লা
(b) অ্যানথ্রাসাইট
(c) বিটুমিনাস
উত্তর: B
প্রশ্ন:২
প্রোডিউসার গ্যাস হল—
(a) CO ও N2-এর মিশ্রণ
(b) CO ও H2-এর মিশ্রণ
(c) C ও H2O-এর মিশ্রণ
উত্তর: A
প্রশ্ন:৩
কোন্ বিবৃতিটি সত্য নয় ?
(a) বায়ুমণ্ডলে CO2-এর পরিমাণ বৃদ্ধি বন্ধ করতে ব্যাপকহারে বৃক্ষরোপণ প্রয়োজন
(b) এল পি জি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
(c) হীরকে কার্বন মৌল থাকে না
প্রশ্ন:৪
তরল সোনা বলে—
(a) পেট্রোলিয়ামকে
(b) সিসাকে
(c) গ্রাফাইটকে
উত্তর: A
প্রশ্ন:৫
1 g গ্রাফাইট এবং 1g হীরকের মধ্যে—
(a) 1 g গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা বেশি
(b) 1 g হীরকে কার্বন পরমাণুর সংখ্যা বেশি
(c) উভয়ের কার্বন পরমাণুর সংখ্যা সমান
উত্তর: C
প্রশ্ন:৬
এক্সরশ্মি যেতে পারে—
(a) সাধারণ কাচের মধ্য দিয়ে
(b) কৃত্রিম হীরকের মধ্য দিয়ে
(c) আসল হীরকের মধ্য দিয়ে
উত্তর: C
প্রশ্ন:৭
পৃথিবীতে গ্রিনহাউস এফেক্ট সৃষ্টিতে বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাসের ভূমিকা আছে তাদের মধ্যে অন্যতম হল—
(a) কার্বন ডাইঅক্সাইড
(b) মিথেন
(c) নাইট্রাস অক্সাইড
উত্তর: A
প্রশ্ন:৮
হীরক ও গ্রাফাইটের মধ্যে অন্যতম সাদৃশ্যটি হল—
(a) উভয়েই মূল্যবান রত্ন হিসেবে ব্যবহৃত হয়
(b) উভয়েই কার্বনের নিয়তাকার রূপভেদ
(c) উভয়েই কার্বনের অনিয়তাকার রূপভেদ
উত্তর: B
প্রশ্ন:৯
ওয়াটার গ্যাস হল—
(a) CO ও N2-এর মিশ্রণ
(b) CO ও H2-এর মিশ্রণ
(c) H2 ও O2-এর মিশ্রণ
উত্তর: B
প্রশ্ন:১০
সঠিক বক্তব্যটি নির্বাচন করো—
(a) কেরোসিনকে তরল সোনা বলে
(b) অ্যানথ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম
(c) সি এন জি-এর মুখ্য উপাদান মিথেন
উত্তর: C
Comments
Post a Comment