বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
নাইট্রোজেন
প্রশ্ন:১
নাইট্রোলিম ব্যবহৃত হয়—
(a) সার হিসেবে
(b) বিস্ফোরক হিসেবে
(c) ওষুধ হিসেবে
উত্তর: A
প্রশ্ন:২
জলে নাইট্রোজেনের দ্রাব্যতা খুব—
(a) কম
(b) বেশি
উত্তর: A
প্রশ্ন:৩
বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে উৎপন্ন অসিডটির উৎপাদনে বায়ুমণ্ডলের যে দুটি গ্যাস মুখ্য ভূমিকা নেয় তাদের একটি হল—
(a) নাইট্রোজেন
(b) কার্বন ডাই অক্সাইড
(c) হিলিয়াম
উত্তর: A
প্রশ্ন:৪
পরীক্ষাগারে উৎপন্ন নাইট্রোজেন গ্যাস জারে সংগ্রহ করা হয়—
(a) জলের নিম্নাপসারণ দ্বারা
(b) বায়ুর নিম্নাপসারণ দ্বারা
(c) বায়ুর ঊর্ধ্বাপসারণ দ্বারা
উত্তর: A
প্রশ্ন:৫
বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেন পরীক্ষাগারে উৎপন্ন নাইট্রোজেন অপেক্ষা—
(a) হালকা
(b) ভারী
(c) সমান ওজনের
উত্তর: B
প্রশ্ন:৬
পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি হল—
(a) অ্যামোনিয়াম ক্লোরাইড ও শুষ্ক কলিচুন
(b) সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড
(c) অ্যামোনিয়াম সালফেট সোডিয়াম হাইড্রক্সাইড
উত্তর: B
প্রশ্ন:৭
বায়ুমণ্ডলে যে গ্যাসের উপস্থিতি জীবজগতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল—
(a) নাইট্রোজেন
(b) হিলিয়াম
(c) আর্গন
উত্তর: A
প্রশ্ন:৮
নাইট্রোজেন গ্যাস বায়ুতে না থাকলে দহন ক্রিয়া—
(a) একই থাকতাে
(b) তীব্রতর হত
(c) ধীরে ঘটত
উত্তর: B
প্রশ্ন:৯
আয়তন হিসেবে বায়ুতে নাইট্রোজেনে আছে শতকরা—
(a) 20 ভাগ
(b) 10 ভাগ
(c) 78 ভাগ
উত্তর: C
প্রশ্ন:১০
নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে ব্যবহৃত হয়—
(a) নাইট্রোজেন
(b) হাইড্রোজেন
(c) হিলিয়াম
উত্তর: A

Comments
Post a Comment