ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি
প্রশ্ন:১
কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হল—
(a) কোক
(b) গ্রাফাইট
(c) রক্ত অঙ্গার
উত্তর: B
প্রশ্ন:২
কার্বনের তড়িৎ-কুপরিবাহী রূপভেদ হল—
(a) হীরক
(b) গ্যাস কার্বন
(c) গ্রাফাইট
উত্তর: A
প্রশ্ন:৩
বহুরূপতার একটি কারণ হল—
(a) পদার্থের ভর
(b) অণুতে পরমাণুর বিন্যাসের ভিন্নতা
(c) পরমাণু ক্রমাঙ্ক
উত্তর: B
প্রশ্ন:৪
গাড়িতে যে জ্বালানি ব্যবহার করলে বায়ুদূষণ কিছুটা কম হতে পারে সেটি হল—
(a) পেট্রোল
(b) ডিজেল
(c) সি এন জি
উত্তর: C
প্রশ্ন:৫
লেড পেনসিলের সিস আসলে—
(a) সিসা
(b) গ্রাফাইট
(c) ব্রিমস্টোন (প্রকৃতিতে প্রাপ্ত মুক্ত সালফার)
উত্তর: B
প্রশ্ন:৬
হীরক ওজন করা হয় যে এককে তা হল—
(a) g
(b) carat
(c) lb
উত্তর: B
প্রশ্ন:৭
কাচ কাটার জন্য ব্যবহৃত হয়—
(a) হীরক
(b) গ্রাফাইট
(c) চারকোল
উত্তর: A
প্রশ্ন:৮
কার্বনের যে রূপভেদটিকে ‘বাকিবল’ বলে সেটি হল—
(a) হীরক
(b) গ্রাফাইট
(c) ফুলারিন
উত্তর: C
প্রশ্ন:৯
কার্বনের তড়িৎ-পরিবাহী রূপভেদ হল—
(a) গ্রাফাইট
(b) হীরক
(c) চারকোল
উত্তর: A
প্রশ্ন:১০
A ও B দুটি নমুনা একই মৌলের রূপভেদ বোঝার জন্য কোন্টি সঠিক তথ্য ?
(a) A ও B-এর রং অভিন্ন
(b) সমান ভরের A এবং B পরস্পর বিক্রিয়া করে
(c) সমান ভরের A এবং B-এর দহনে সমান ভরের একই পদার্থ উৎপন্ন হয়
উত্তর: C
Comments
Post a Comment