প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) ভারতবর্ষ' নামকরণ: আমাদের প্রিয় মাতৃভূমি 'ভারতবর্ষ'-বিশ্বের অন্যতম প্রাচীনতম দেশ। ডঃ রামশরণ শর্মা-র মতে, 'ভারত'-নামক এক প্রাচীন উপজাতির নামানুসারে আমাদের দেশের নাম হয় 'ভারতবর্ষ'। ভারবর্ষকে 'ইন্ডিয়া'ও বলা হয়ে থাকে। সম্ভবত 'সিন্ধু' শব্দ থেকে 'হিন্দু'র শব্দটির উৎপত্তি হয়েছে; আর গ্রিক ও রোমানদের 'হিন্দু' উচ্চারণ হত 'ইন্ডুস্' বা Indus থেকে। এই প্রাচীন Indus থেকেই বর্তমান India শব্দটির উৎপত্তি। আর, এ-থেকেই গ্রিস লেখক মেগাস্থিনিস-এর বিখ্যাত গ্রন্থটির নাম হয়েছে 'ইন্ডিকা'। ভারতবর্ষের মোট আয়তন ৩২,৮০,৪৮৩ বর্গকিলোমিটার। উত্তর-দক্ষিণে ৩,২০০ কিলোমিটার লম্বা এবং পূর্ব-পশ্চিমে ৩,০০০ কিলোমিটার চওড়া। ভারতবর্ষের উত্তরদিকে চিন, নেপাল ও ভুটান; উত্তর-পশ্চিম দিকে পাকিস্তান; পশ্চিমদিকে আরব সাগর; দক্ষিণদিকে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে ব্রহ্মদেশ, বাংলাদেশ ও বঙ্গোপসাগর অবস্থিত। এ ছাড়া আরবসাগরে অবস্থিত লাক্ষা, মিনিকয়; বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ...
কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি
প্রশ্ন:১
কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হল—
(a) কোক
(b) গ্রাফাইট
(c) রক্ত অঙ্গার
উত্তর: B
প্রশ্ন:২
কার্বনের তড়িৎ-কুপরিবাহী রূপভেদ হল—
(a) হীরক
(b) গ্যাস কার্বন
(c) গ্রাফাইট
উত্তর: A
প্রশ্ন:৩
বহুরূপতার একটি কারণ হল—
(a) পদার্থের ভর
(b) অণুতে পরমাণুর বিন্যাসের ভিন্নতা
(c) পরমাণু ক্রমাঙ্ক
উত্তর: B
প্রশ্ন:৪
গাড়িতে যে জ্বালানি ব্যবহার করলে বায়ুদূষণ কিছুটা কম হতে পারে সেটি হল—
(a) পেট্রোল
(b) ডিজেল
(c) সি এন জি
উত্তর: C
প্রশ্ন:৫
লেড পেনসিলের সিস আসলে—
(a) সিসা
(b) গ্রাফাইট
(c) ব্রিমস্টোন (প্রকৃতিতে প্রাপ্ত মুক্ত সালফার)
উত্তর: B
প্রশ্ন:৬
হীরক ওজন করা হয় যে এককে তা হল—
(a) g
(b) carat
(c) lb
উত্তর: B
প্রশ্ন:৭
কাচ কাটার জন্য ব্যবহৃত হয়—
(a) হীরক
(b) গ্রাফাইট
(c) চারকোল
উত্তর: A
প্রশ্ন:৮
কার্বনের যে রূপভেদটিকে ‘বাকিবল’ বলে সেটি হল—
(a) হীরক
(b) গ্রাফাইট
(c) ফুলারিন
উত্তর: C
প্রশ্ন:৯
কার্বনের তড়িৎ-পরিবাহী রূপভেদ হল—
(a) গ্রাফাইট
(b) হীরক
(c) চারকোল
উত্তর: A
প্রশ্ন:১০
A ও B দুটি নমুনা একই মৌলের রূপভেদ বোঝার জন্য কোন্টি সঠিক তথ্য ?
(a) A ও B-এর রং অভিন্ন
(b) সমান ভরের A এবং B পরস্পর বিক্রিয়া করে
(c) সমান ভরের A এবং B-এর দহনে সমান ভরের একই পদার্থ উৎপন্ন হয়
উত্তর: C
Comments
Post a Comment