প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি
প্রশ্ন:১
কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হল—
(a) কোক
(b) গ্রাফাইট
(c) রক্ত অঙ্গার
উত্তর: B
প্রশ্ন:২
কার্বনের তড়িৎ-কুপরিবাহী রূপভেদ হল—
(a) হীরক
(b) গ্যাস কার্বন
(c) গ্রাফাইট
উত্তর: A
প্রশ্ন:৩
বহুরূপতার একটি কারণ হল—
(a) পদার্থের ভর
(b) অণুতে পরমাণুর বিন্যাসের ভিন্নতা
(c) পরমাণু ক্রমাঙ্ক
উত্তর: B
প্রশ্ন:৪
গাড়িতে যে জ্বালানি ব্যবহার করলে বায়ুদূষণ কিছুটা কম হতে পারে সেটি হল—
(a) পেট্রোল
(b) ডিজেল
(c) সি এন জি
উত্তর: C
প্রশ্ন:৫
লেড পেনসিলের সিস আসলে—
(a) সিসা
(b) গ্রাফাইট
(c) ব্রিমস্টোন (প্রকৃতিতে প্রাপ্ত মুক্ত সালফার)
উত্তর: B
প্রশ্ন:৬
হীরক ওজন করা হয় যে এককে তা হল—
(a) g
(b) carat
(c) lb
উত্তর: B
প্রশ্ন:৭
কাচ কাটার জন্য ব্যবহৃত হয়—
(a) হীরক
(b) গ্রাফাইট
(c) চারকোল
উত্তর: A
প্রশ্ন:৮
কার্বনের যে রূপভেদটিকে ‘বাকিবল’ বলে সেটি হল—
(a) হীরক
(b) গ্রাফাইট
(c) ফুলারিন
উত্তর: C
প্রশ্ন:৯
কার্বনের তড়িৎ-পরিবাহী রূপভেদ হল—
(a) গ্রাফাইট
(b) হীরক
(c) চারকোল
উত্তর: A
প্রশ্ন:১০
A ও B দুটি নমুনা একই মৌলের রূপভেদ বোঝার জন্য কোন্টি সঠিক তথ্য ?
(a) A ও B-এর রং অভিন্ন
(b) সমান ভরের A এবং B পরস্পর বিক্রিয়া করে
(c) সমান ভরের A এবং B-এর দহনে সমান ভরের একই পদার্থ উৎপন্ন হয়
উত্তর: C
Comments
Post a Comment