নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি
প্রশ্ন:১
কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হল—
(a) কোক
(b) গ্রাফাইট
(c) রক্ত অঙ্গার
উত্তর: B
প্রশ্ন:২
কার্বনের তড়িৎ-কুপরিবাহী রূপভেদ হল—
(a) হীরক
(b) গ্যাস কার্বন
(c) গ্রাফাইট
উত্তর: A
প্রশ্ন:৩
বহুরূপতার একটি কারণ হল—
(a) পদার্থের ভর
(b) অণুতে পরমাণুর বিন্যাসের ভিন্নতা
(c) পরমাণু ক্রমাঙ্ক
উত্তর: B
প্রশ্ন:৪
গাড়িতে যে জ্বালানি ব্যবহার করলে বায়ুদূষণ কিছুটা কম হতে পারে সেটি হল—
(a) পেট্রোল
(b) ডিজেল
(c) সি এন জি
উত্তর: C
প্রশ্ন:৫
লেড পেনসিলের সিস আসলে—
(a) সিসা
(b) গ্রাফাইট
(c) ব্রিমস্টোন (প্রকৃতিতে প্রাপ্ত মুক্ত সালফার)
উত্তর: B
প্রশ্ন:৬
হীরক ওজন করা হয় যে এককে তা হল—
(a) g
(b) carat
(c) lb
উত্তর: B
প্রশ্ন:৭
কাচ কাটার জন্য ব্যবহৃত হয়—
(a) হীরক
(b) গ্রাফাইট
(c) চারকোল
উত্তর: A
প্রশ্ন:৮
কার্বনের যে রূপভেদটিকে ‘বাকিবল’ বলে সেটি হল—
(a) হীরক
(b) গ্রাফাইট
(c) ফুলারিন
উত্তর: C
প্রশ্ন:৯
কার্বনের তড়িৎ-পরিবাহী রূপভেদ হল—
(a) গ্রাফাইট
(b) হীরক
(c) চারকোল
উত্তর: A
প্রশ্ন:১০
A ও B দুটি নমুনা একই মৌলের রূপভেদ বোঝার জন্য কোন্টি সঠিক তথ্য ?
(a) A ও B-এর রং অভিন্ন
(b) সমান ভরের A এবং B পরস্পর বিক্রিয়া করে
(c) সমান ভরের A এবং B-এর দহনে সমান ভরের একই পদার্থ উৎপন্ন হয়
উত্তর: C
Comments
Post a Comment