বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
অক্সিজেন
প্রশ্ন:১
একটি জারক গ্যাস হল—
(a) হাইড্রোজেন সালফাইড
(b) অক্সিজেন
(c) অ্যামোনিয়া
উত্তর: B
প্রশ্ন:২
পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড-এর ভূমিকা—
(a) ধনাত্মক অনুঘটকরূপে
(b) ঋণাত্মক অনুঘটকরূপে
(c) বিকারকরূপে
উত্তর: A
প্রশ্ন:৩
পরীক্ষাগারে পটাশিয়াম পাইরােগ্যালেট নেই ,যে বিকল্প পদার্থের মধ্যে অক্সিজেন শােষিত হবে তা হল—
(a) অ্যামােনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ
(b) আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ
(c) আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ
উত্তর: A
প্রশ্ন:৪
ধাতুর সঙ্গে অক্সিজেনে বিক্রিয়া করে কোন্ অক্সাইড গঠন করে—
(a) ক্ষারীয়
(b) আম্লিক
(c) কোনোটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুত করার সময় ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড-এর বিকল্প হল—
(a) প্ল্যাটিনাম
(b) পটাসিয়াম অক্সাইড
(c) আইরন অক্সাইড
উত্তর: C
প্রশ্ন:৬
ধাতু ঝালাই-এর কাজে 2800°C তাপমাত্রা সৃষ্টিতে হাইড্রোজেনের সঙ্গে যে গ্যাসটি ব্যবহৃত হয় তা হল—
(a) নাইট্রোজেন
(b) কার্বন ডাই অক্সাইড
(c) অক্সিজেন
উত্তর: C
প্রশ্ন:৭
লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে পাওয়া যায়—
(a) নাইট্রোজেন
(b) অক্সিজেন
(c) নাইট্রোজেন ডাই অক্সাইড
উত্তর: B
প্রশ্ন:৮
অক্সিজেন শােষণ করে—
(a) জল
(b) সালফিউরিক অ্যাসিড
(c) পটাশিয়াম পাইরােগ্যালেট দ্রবণ
উত্তর: C
প্রশ্ন:৯
গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ক্লোরিন গ্যাস প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর ভূমিকা—
(a) ধনাত্মক অনুঘটকরূপে
(b) ঋণাত্মক অনুঘটকরূপে
(c) জারকরূপে
উত্তর: C
প্রশ্ন:১০
অ্যাসিড উৎপাদক গ্যাস হল—
(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন
(c) নাইট্রোজেন
উত্তর: A
একটি জারক গ্যাস হল—
(a) হাইড্রোজেন সালফাইড
(b) অক্সিজেন
(c) অ্যামোনিয়া
উত্তর: B
প্রশ্ন:২
পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড-এর ভূমিকা—
(a) ধনাত্মক অনুঘটকরূপে
(b) ঋণাত্মক অনুঘটকরূপে
(c) বিকারকরূপে
উত্তর: A
প্রশ্ন:৩
পরীক্ষাগারে পটাশিয়াম পাইরােগ্যালেট নেই ,যে বিকল্প পদার্থের মধ্যে অক্সিজেন শােষিত হবে তা হল—
(a) অ্যামােনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ
(b) আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ
(c) আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ
উত্তর: A
প্রশ্ন:৪
ধাতুর সঙ্গে অক্সিজেনে বিক্রিয়া করে কোন্ অক্সাইড গঠন করে—
(a) ক্ষারীয়
(b) আম্লিক
(c) কোনোটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুত করার সময় ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড-এর বিকল্প হল—
(a) প্ল্যাটিনাম
(b) পটাসিয়াম অক্সাইড
(c) আইরন অক্সাইড
উত্তর: C
প্রশ্ন:৬
ধাতু ঝালাই-এর কাজে 2800°C তাপমাত্রা সৃষ্টিতে হাইড্রোজেনের সঙ্গে যে গ্যাসটি ব্যবহৃত হয় তা হল—
(a) নাইট্রোজেন
(b) কার্বন ডাই অক্সাইড
(c) অক্সিজেন
উত্তর: C
প্রশ্ন:৭
লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে পাওয়া যায়—
(a) নাইট্রোজেন
(b) অক্সিজেন
(c) নাইট্রোজেন ডাই অক্সাইড
উত্তর: B
প্রশ্ন:৮
অক্সিজেন শােষণ করে—
(a) জল
(b) সালফিউরিক অ্যাসিড
(c) পটাশিয়াম পাইরােগ্যালেট দ্রবণ
উত্তর: C
প্রশ্ন:৯
গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ক্লোরিন গ্যাস প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর ভূমিকা—
(a) ধনাত্মক অনুঘটকরূপে
(b) ঋণাত্মক অনুঘটকরূপে
(c) জারকরূপে
উত্তর: C
প্রশ্ন:১০
অ্যাসিড উৎপাদক গ্যাস হল—
(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন
(c) নাইট্রোজেন
উত্তর: A

Comments
Post a Comment