বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবন
প্রশ্ন:১
ডাইসােডিয়াম হাইড্রোজেন ফসফেট একটি—
(a) শমিত লবণ
(b) ক্ষারকীয় লবণ
(c) অ্যাসিড লবণ
(a) শমিত লবণ
(b) ক্ষারকীয় লবণ
(c) অ্যাসিড লবণ
উত্তর: C
প্রশ্ন:২
কস্টিক সােডার সাথে সালফিউরিক অ্যাসিডের টাইট্রেশনে নির্দেশক হতে পারে—
(a) মিথাইল অরেঞ্জ
(b) ফেনলপথ্যালিন
(c) যে-কোনাে নির্দেশক
উত্তর: C
প্রশ্ন:৩
অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয়—
(a) লাল
(b) হলুদ
(c) কমলা
উত্তর: A
প্রশ্ন:৪
সোডিয়াম সালফেট একটি—
(a) অ্যাসিড লবণ
(b) শমিত লবণ
(c) ক্ষারকীয় লবণ
উত্তর: B
প্রশ্ন:৫
সালফিউরিক অ্যাসিড—
(a) অজৈব অ্যাসিড
(b) জৈব অ্যাসিড
(c) মৃদু অ্যাসিড
উত্তর: A
প্রশ্ন:৬
জিংক অক্সাইড একটি—
(a) প্রশম অক্সাইড
(b) উভধর্মী অক্সাইড
(c) ক্ষারীয় অক্সাইড
উত্তর: B
প্রশ্ন:৭
বিলীয়মান রং তৈরি করতে ব্যবহৃত হয়—
(a) অ্যামোনিয়াম হাইড্রক্সাইড
(b) সোডিয়াম হাইড্রক্সাইড
(c) পটাসিয়াম হাইড্রক্সাইড
উত্তর: A
প্রশ্ন:৮
মিথাইল অরেঞ্জ একটি—
(a) নির্দেশক
(b) অ্যাসিড
(c) লবণ
উত্তর: A
প্রশ্ন:৯
কস্টিক সােডা একটি—
(a) লবণ
(b) মৃদু ক্ষার
(c) তীব্র ক্ষার
উত্তর: C
প্রশ্ন:১০
যে উক্তিটি সঠিক নয় তা হল—
(a) সব অ্যাসিডের অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে
(b) অ্যাসিটিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড
(c) নাইট্রিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড
উত্তর: B

Comments
Post a Comment