পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবন
প্রশ্ন:১
ডাইসােডিয়াম হাইড্রোজেন ফসফেট একটি—
(a) শমিত লবণ
(b) ক্ষারকীয় লবণ
(c) অ্যাসিড লবণ
(a) শমিত লবণ
(b) ক্ষারকীয় লবণ
(c) অ্যাসিড লবণ
উত্তর: C
প্রশ্ন:২
কস্টিক সােডার সাথে সালফিউরিক অ্যাসিডের টাইট্রেশনে নির্দেশক হতে পারে—
(a) মিথাইল অরেঞ্জ
(b) ফেনলপথ্যালিন
(c) যে-কোনাে নির্দেশক
উত্তর: C
প্রশ্ন:৩
অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয়—
(a) লাল
(b) হলুদ
(c) কমলা
উত্তর: A
প্রশ্ন:৪
সোডিয়াম সালফেট একটি—
(a) অ্যাসিড লবণ
(b) শমিত লবণ
(c) ক্ষারকীয় লবণ
উত্তর: B
প্রশ্ন:৫
সালফিউরিক অ্যাসিড—
(a) অজৈব অ্যাসিড
(b) জৈব অ্যাসিড
(c) মৃদু অ্যাসিড
উত্তর: A
প্রশ্ন:৬
জিংক অক্সাইড একটি—
(a) প্রশম অক্সাইড
(b) উভধর্মী অক্সাইড
(c) ক্ষারীয় অক্সাইড
উত্তর: B
প্রশ্ন:৭
বিলীয়মান রং তৈরি করতে ব্যবহৃত হয়—
(a) অ্যামোনিয়াম হাইড্রক্সাইড
(b) সোডিয়াম হাইড্রক্সাইড
(c) পটাসিয়াম হাইড্রক্সাইড
উত্তর: A
প্রশ্ন:৮
মিথাইল অরেঞ্জ একটি—
(a) নির্দেশক
(b) অ্যাসিড
(c) লবণ
উত্তর: A
প্রশ্ন:৯
কস্টিক সােডা একটি—
(a) লবণ
(b) মৃদু ক্ষার
(c) তীব্র ক্ষার
উত্তর: C
প্রশ্ন:১০
যে উক্তিটি সঠিক নয় তা হল—
(a) সব অ্যাসিডের অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে
(b) অ্যাসিটিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড
(c) নাইট্রিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড
উত্তর: B

Comments
Post a Comment