ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী ?
উত্তর:
পাথ ফাইন্ডার।
প্রশ্ন:২
ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার লাভ করে ?
উত্তর:
১৮৫৮ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন:৩
শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী ?
উত্তর:
ক্যাসিনি।
প্রশ্ন:৪
বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ?
উত্তর:
ENIAC।
প্রশ্ন:৫
প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতা কে ?
উত্তর:
লেডি এ্যাডা অগাস্টা।
প্রশ্ন:৬
পুলবন্দি শব্দটির অর্থ কী ?
উত্তর:
অতিরিক্ত খাজনা।
প্রশ্ন:৭
মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৮৪ খ্রিস্টাব্দ।
প্রশ্ন:৮
সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি ?
উত্তর:
প্রক্সিমা সেন্টারাই।
প্রশ্ন:৯
ভাইয়াচারি ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল ?
উত্তর:
পাঞ্জাব।
প্রশ্ন:১০
নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর:
নাসার সদর দপ্তর ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।
Comments
Post a Comment