ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বিদ্যালয়ে শ্রেণীকক্ষের প্রধান দায়িত্ব কি ?
উত্তর:
শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা।
প্রশ্ন:২
শিক্ষক হিসাবে আপনি কোন ধরণের ছাত্রদের বিশেষ গুরুত্ব দেবেন ?
উত্তর:
সক্রিয় ছাত্রদের।
প্রশ্ন:৩
শিখনের ইনসাইট থিওরি কে প্রবর্তন করেছিলেন ?
উত্তর:
প্যাভলভ।
প্রশ্ন:৪
শিশুদের স্মৃতিশক্তি বলতে কি বোঝায় ?
উত্তর:
অভিজ্ঞতালব্ধ বা শেখা বিষয় মনে রাখার ক্ষমতা।
প্রশ্ন:৫
শিশুদের আচরণচর্চার সর্বোৎকৃষ্ট পদ্ধতি কি ধরণের পদ্ধতি ?
উত্তর:
ব্যক্তিগতচর্চা পদ্ধতি।
প্রশ্ন:৬
ছাত্রদের দক্ষতার মূল্যায়নে কোন বিষয়টি বিশেষ কার্যকরী ?
উত্তর:
সেমিস্টার পরীক্ষা।
প্রশ্ন:৭
বিদ্যালয়ের কর্তব্য কি ?
উত্তর:
সমাজের জন্য উন্নত গুণবিশিষ্ট ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলা।
প্রশ্ন:৮
শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে কার্যকর বলে মনে করা হয় ?
উত্তর:
প্রোজেক্টের কাজ দেওয়া।
প্রশ্ন:৯
শিক্ষাক্ষেত্রে কারিকুলাম বলতে কি বোঝায় ?
উত্তর:
প্রতিদিন ছাত্র বিদ্যালয়ের সামগ্রিক কর্মসূচি যা যা প্রত্যক্ষ করে।
প্রশ্ন:১০
জাতীয় শিক্ষা পরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তর:
অরবিন্দ ঘোষ।
Comments
Post a Comment