ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বাংলার বিপ্লববাদের জনক কাকে বলা হয় ?
উত্তর:
প্রমথনাথ মিত্র।
প্রশ্ন:২
‘আমার সংগ্রাম’ বা ‘মেঁই ক্যাম্ফ’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর:
অ্যাডলফ হিটলার।
প্রশ্ন:৩
মহাত্মা গান্ধীর পুরো নাম কী ?
উত্তর:
মোহনদাস করমচাঁদ গান্ধী।
প্রশ্ন:৪
কবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ?
উত্তর:
১৯১৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৫
রায়তওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
উত্তর:
আলেকজান্ডার রিড, টমাস মনরো।
প্রশ্ন:৬
‘লোকমান্য’ নামে কে খ্যাত ছিলেন ?
উত্তর:
বালগঙ্গাধর তিলক।
প্রশ্ন:৭
বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর:
১৯৫৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৮
বাংলার মুকুট হীন রাজা নামে কে পরিচিত ?
উত্তর:
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।
প্রশ্ন:৯
বিধবা বিবাহকে কত খ্রিস্টাব্দে আইনসম্মত বলে ঘোষণা করা হয় ?
উত্তর:
১৮৫৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:১০
বি–বা–দি কাদের বলা হয় ?
উত্তর:
বিনয় বাদল দীনেশ।
Comments
Post a Comment