ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ইংরেজরা কাকে পরাজিত করে ?
উত্তর:
টিপু সুলতানকে।
প্রশ্ন:২
সলবাই এর সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর:
১৭৮২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৩
কোন আইন অনুযায়ী বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল করা হয় ?
উত্তর:
১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুযায়ী।
প্রশ্ন:৪
স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উত্তর:
লর্ড ডালহৌসি।
প্রশ্ন:৫
‘তেমুচিন’ কী নামে আমাদের কাছে পরিচিত ?
উত্তর:
চেঙ্গিস খান।
প্রশ্ন:৬
ক্যাবিনেট মিশনের সাথে জড়িত কোন ব্রিটিশ শাসক ?
উত্তর:
লর্ড ওয়াভেল।
প্রশ্ন:৭
হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?
উত্তর:
সুমের।
প্রশ্ন:৮
প্রাচীন বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?
উত্তর:
মহেঞ্জোদারো।
প্রশ্ন:৯
রেগুলেটিং আইন কবে পাশ হয় ?
উত্তর:
১৭৭৩ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:১০
কোন সালে বাংলায় দ্বৈতশাসনের অবসান ঘটে ?
উত্তর:
১৭৭২ সালে।
Comments
Post a Comment