ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সংবাদপত্রের মুক্তিদাতা নামে কে পরিচিত ?
উত্তর:
মেটকাফ।
প্রশ্ন:২
কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় ?
উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন:৩
কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:
বানভট্ট।
প্রশ্ন:৪
অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন ?
উত্তর:
এন.এম.যোশি।
প্রশ্ন:৫
লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:
ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।
প্রশ্ন:৬
স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তর:
জে.বি.ক্রিপালিনি।
প্রশ্ন:৭
কবে জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল ?
উত্তর:
১৩ ই এপ্রিল ১৯১৯ সালে।
প্রশ্ন:৮
কবে পাকিস্থান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল ?
উত্তর:
১৯৪০ সালে।
প্রশ্ন:৯
নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?
উত্তর:
ডিরোজিও।
প্রশ্ন:১০
ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:
রাসবিহারী বসু।
Comments
Post a Comment