ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতের প্রথম পারমানবিক বিস্ফোরণের সাংকেতিক নাম কী ছিল ?
উত্তর:
শান্তিপূর্ণ নিউক্লিয় বিস্ফোরণ (বোমার সাংকেতিক নাম ছিল–স্মাইলিং বুদ্ধ)।
প্রশ্ন:২
লালারস দিয়ে রেচিত হয় এমন একটি ভারি ধাতু কী ?
উত্তর:
পারদ।
প্রশ্ন:৩
কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ?
উত্তর:
বারানসী।
প্রশ্ন:৪
মাছির লার্ভাকে কী বলে ?
উত্তর:
ম্যাগট।
প্রশ্ন:৫
রেকটিফাইড স্পিরিট হলো ?
উত্তর:
৯৫% ইথাইল অ্যালকোহল+৫% জল।
প্রশ্ন:৬
রেলওয়ে ইঞ্জিন কে আবিস্কার করেন ?
উত্তর:
স্টিফেনসন।
প্রশ্ন:৭
ভূস্বর্গ কাকে বলা হয় ?
উত্তর:
কাশ্মীর।
প্রশ্ন:৮
প্রোটিন বেশি থাকে কোন ডালে ?
উত্তর:
মুসুর ডালে।
প্রশ্ন:৯
বন্যগাধাদের জন্য সংরক্ষিত অরণ্য কোনটি ?
উত্তর:
কচ্ছের রাণ, গুজরাট।
প্রশ্ন:১০
পশ্চিম বঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি ?
উত্তর:
জলপাইগুড়ির বক্সাডুয়ার্স।
Comments
Post a Comment