ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
যোগ করার দক্ষতা গুণ করার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী হয়। এক্ষেত্রে কোন ধরনের শিখন সঞ্চালন ঘটেছে ?
উত্তর:
ধনাত্বক শিখন সঞ্চালন।
প্রশ্ন:২
একটি শিশুর বৃদ্ধি ও বিকাশ নির্ভর করে কিসের ওপর ?
উত্তর:
জিনগত বৈশিষ্ট্য, পরিবেশ ও ব্যক্তির প্রভাবের ওপর।
প্রশ্ন:৩
বংশগতির ক্ষুদ্রতম উপাদান কী ?
উত্তর:
জিন।
প্রশ্ন:৪
প্রাথমিক স্তরের শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি গুণ কী ?
উত্তর:
ধৈর্য ও অধ্যবসায়।
প্রশ্ন:৫
প্রগতিবাদী শিক্ষার জনক কে ?
উত্তর:
জন ডিউই।
প্রশ্ন:৬
পরিবার শিক্ষার কোন ধরনের মাধ্যম ?
উত্তর:
পরিবার শিক্ষার প্রথা বহির্ভূত মাধ্যম।
প্রশ্ন:৭
স্কিমা কী ?
উত্তর:
কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন হল স্কিমা।
প্রশ্ন:৮
শিশু–কেন্দ্রিক শিক্ষার প্রধান দুটি বৈশিষ্ট্য কী ?
উত্তর:
স্বাধীনতা ও সক্রিয়তা।
প্রশ্ন:৯
লিবিডো বিকাশের তত্ত্বটির প্রবক্তা কে ?
উত্তর:
ফ্রয়েড।
প্রশ্ন:১০
সৃজনশীলতার জন্য কোন ধরনের চিন্তনের গুরুত্ব বেশি ?
উত্তর:
অপসারী চিন্তন।
Comments
Post a Comment