ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
উচ্চ শ্রেনীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তর:
মাংস।
প্রশ্ন:২
ঊর্ধ্ব মহাশিরা হৃৎপিণ্ডের কোন অলিন্দ থেকে উৎপন্ন হয় ?
উত্তর:
ডান অলিন্দ।
প্রশ্ন:৩
ইন্টারফেরন কি ?
উত্তর:
ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ–প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
প্রশ্ন:৪
মটরগাছ কোন গোত্রের উদ্ভিদ ?
উত্তর:
লেগুমিনোসি বা শিম্বগোত্রীয়।
প্রশ্ন:৫
ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
উত্তর:
কার্বন।
প্রশ্ন:৬
কোন ধরণের পেশিতে টিটেনাস হতে পারে ?
উত্তর:
অস্থি পেশি।
প্রশ্ন:৭
ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উত্তর:
০.১৫–১.৫%।
প্রশ্ন:৮
সালোকসংশ্লেষীয় সব রঞ্জকের মধ্যে কোনটি প্রধান ?
উত্তর:
ক্লোরোফিল।
প্রশ্ন:৯
নীল জবাফুলের পাপড়িতে কোন ধরণের প্লাস্টিড থাকে ?
উত্তর:
ক্রোমোপ্লাস্টিড।
প্রশ্ন:১০
ইলেকট্রন কে আবিস্কার করেন ?
উত্তর:
জন থম্পসন।
Comments
Post a Comment