ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উত্তর:
আয়নোস্ফিয়ারে।
প্রশ্ন:২
কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?
উত্তর:
রোমকে।
প্রশ্ন:৩
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি ?
উত্তর:
সুন্দরবন।
প্রশ্ন:৪
বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক ?
উত্তর:
নাইট্রোজেন গ্যাস।
প্রশ্ন:৫
ওড়িশা রাজ্যের রাজ্য পশুর নাম কি ?
উত্তর:
সম্বর হরিণ।
প্রশ্ন:৬
পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি ?
উত্তর:
গ্রিনল্যান্ড।
প্রশ্ন:৭
যমজ গ্রহ কাদের বলা হয় ?
উত্তর:
পৃথিবী ও শুক্রকে।
প্রশ্ন:৮
পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি ?
উত্তর:
পামির মালভূমি।
প্রশ্ন:৯
এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি ?
উত্তর:
তৈগা।
প্রশ্ন:১০
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি ?
উত্তর:
আন্দিজ।
Comments
Post a Comment