Skip to main content

Posts

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...

[MCQ]ধর্ম।।সেট ৩

ধর্ম ❂ প্রশ্ন:১ দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ? (a) কুতুবউদ্দিন (b) নাসিরউদ্দিন কুবাচা (c) ইলতুৎমিস (d) বলবন

[MCQ]ধর্ম।।সেট ২

ধর্ম ✵ প্রশ্ন:১ সম্রাট শার্লাম্যানকে অভিষিক্ত করেন— (a) পােপ হার্ডিয়ান (b) পােপ তৃতীয় লিও (c) পােপ সপ্তম গ্রেগরি (d) পােপ তৃতীয় ক্লিমেন্ট

[MCQ]ধর্ম।।সেট ১

ধর্ম ➣ প্রশ্ন:১ অশােকের ধম্মের অন্যতম মূলভিত্তি ছিল— (a) আড়ম্বরতা (b) পূজার্চনা (c) সহিষ্ণুতা (d) যাগযজ্ঞ

[MCQ]সামাজিক ঘটনাস্রোত।।সেট ৮

সামাজিক ঘটনাস্রোত ★ প্রশ্ন:১ প্রাচীন ভারতে পতিত ক্ষত্রিয়রা— (a) ব্রাত্য জাতি থেকে উদ্ভূত হয়েছিল (b) নিষাদ জাতি থেকে উদ্ভূত হয়েছিল (c) শক, হুন প্রভৃতি বিদেশী জাতি থেকে উদ্ভূত হয়েছিল (d) ব্রাত্য, ক্ষত্রিয় জাতি থেকে উদ্ভূত হয়েছিল

[MCQ]সামাজিক ঘটনাস্রোত।।সেট ৭

সামাজিক ঘটনাস্রোত 🟌 প্রশ্ন:১ পরবর্তী বৈদিক যুগের যেসব নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করতেন, তাঁদের বলা হত— (a) অনুলােম (b) প্রতিলােম (c) সদ্যোদ্বাহা (d) ব্রহ্মবাদিনী

[MCQ]সামাজিক ঘটনাস্রোত।।সেট ৬

সামাজিক ঘটনাস্রোত 🟌 প্রশ্ন:১ ‘মিশরের নেপােলিয়ন’ কাকে বলা হয় ? (a) দ্বিতীয় থুতমােসকে (b) তৃতীয় থুতমোসকে (c) প্রথম থুতমোসকে (d) চতুর্থ থুতমােসকে

[MCQ]সামাজিক ঘটনাস্রোত।।সেট ৫

সামাজিক ঘটনাস্রোত ✸ প্রশ্ন:১ স্পার্টার ক্রীতদাসদের বলা হত— (a) হেলট (b) পেনেসটাই (c) মেটিক (d) পেরিওকয়

[MCQ]সামাজিক ঘটনাস্রোত।।সেট ৪

সামাজিক ঘটনাস্রোত ✸ প্রশ্ন:১ মিশরের প্রথম ফ্যারাও ছিলেন— (a) মেনেস (b) আমেনহােটেপ (c) তুতেনখামেন (d) রামােসিস

[MCQ]সামাজিক ঘটনাস্রোত।।সেট ৩

সামাজিক ঘটনাস্রোত ✸ প্রশ্ন:১ বৈদিক বর্ণপ্রথায় সবার নীচে স্থান ছিল— (a) বৈশ্যদের (b) শূদ্রদের (c) ব্রাত্যদের (d) নিষাদদের

[MCQ]সামাজিক ঘটনাস্রোত।।সেট ২

সামাজিক ঘটনাস্রোত ✸ প্রশ্ন:১ প্রাচীন গ্রিক পলিসগুলিতে— (a) সকল ক্রীতদাসই বিদেশ থেকে আমদানি করা হত (b) ক্রীতদাসরা নাগরিকদের অর্ধেক স্বাধীনতা ভােগ করত (c) অধিকাংশ ক্রীতদাস ছিল যুদ্ধবন্দি (d) ক্রীতদাসরা কখনও ক্রয়বিক্রয়ের পণ্য হয়ে ওঠেনি