প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
সামাজিক ঘটনাস্রোত
★প্রশ্ন:১
প্রাচীন ভারতে পতিত ক্ষত্রিয়রা—
প্রাচীন ভারতে পতিত ক্ষত্রিয়রা—
(a) ব্রাত্য জাতি থেকে উদ্ভূত হয়েছিল
(b) নিষাদ জাতি থেকে উদ্ভূত হয়েছিল
(c) শক, হুন প্রভৃতি বিদেশী জাতি থেকে উদ্ভূত হয়েছিল
(d) ব্রাত্য, ক্ষত্রিয় জাতি থেকে উদ্ভূত হয়েছিল
উত্তর: C
★প্রশ্ন:২
‘ব্রাত’ জাতির ধর্ম ছিল—
(a) বৈদিক ধর্ম
(b) বৌদ্ধ ধর্ম
(c) শৈব্য ধর্ম
(d) বৈষ্ণব ধর্ম
উত্তর: C
★প্রশ্ন:৩
গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে ক-টি জাতির উল্লেখ করেছেন ?
(a) ৪ টি
(b) ৫ টি
(c) ৬ টি
(d) ৭ টি
উত্তর: D
★প্রশ্ন:৪
প্রাচীন ভারতের জাতিব্যবস্থা সম্পর্কে বলা যায় যে—
(a) বৈদিক সভ্যতার শুরুতেই ভারতে জাতিব্যবস্থার প্রসার ঘটেছিল
(b) ভারতে জাতিব্যবস্থা থেকে পরবর্তীকালে বর্ণব্যবস্থা গড়ে উঠেছিল
(c) ভারতে অনার্যরা জাতিব্যবস্থার বিকাশ ঘটায়
(d) যজুর্বেদের যুগে ভারতে জাতিব্যবস্থার চূড়ান্ত বিকাশ ঘটেছিল বলে মনে করা হয়
উত্তর: D
★প্রশ্ন:৫
নিষাদ হল—
(a) শূদ্র
(b) অরণ্যভূমির উপজাতি
(c) পার্বত্য উপজাতি
(d) দ্রাবিড় জাতি
উত্তর: B
★প্রশ্ন:৬
‘The Origin of Caste System' গ্রন্থটির লেখক—
(a) সুমিত সরকার
(b) রমেশচন্দ্র দত্ত
(c) আর.এস.শর্মা
(d) এঁদের কেউ নন
উত্তর: D
★প্রশ্ন:৭
প্রাচীন ভারতে ব্রাত্য ও নিষাদ ছিল—
(b) রমেশচন্দ্র দত্ত
(c) আর.এস.শর্মা
(d) এঁদের কেউ নন
উত্তর: D
★প্রশ্ন:৭
প্রাচীন ভারতে ব্রাত্য ও নিষাদ ছিল—
(a) বৈদিক বর্ণপ্রথার অন্তর্ভুক্ত দুটি জাতি
(b) সমাজ বহির্ভূত দুটি জাতি
(c) শূদ্রবর্ণের দুটি শাখা
(d) পঞ্চম শ্রেণির অন্তর্ভুক্ত
উত্তর: D
★প্রশ্ন:৮
শক, কুষাণ, হুন প্রভৃতি বিদেশি জাতিপুলিকে ‘ব্রাত্য ক্ষত্রিয়’ বলে উল্লেখ করা হয়েছে—
(a) মনুসংহিতায়
(b) কাত্যায়নস্মৃতিতে
(c) অর্থশাস্ত্রে
(d) ইন্ডিকায়
উত্তর: A
★প্রশ্ন:৯
ভারতীয় সমাজে শক, হুন যবন, কুষাণ প্রভৃতি বিদেশি জাতিগুলি চিহ্নিত হয়েছিল—
(a) শূদ্র হিসেবে
(b) নিষাদ হিসেবে
(c) ব্রাত্য হিসেবে
(d) পতিত ক্ষত্রিয়া হিসেবে
উত্তর: D
★প্রশ্ন:১০
পতিত ক্ষত্রিয় বলা হল—
(a) রাজপুতদের
(b) বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে
(c) চন্ডালদের
(d) পঞ্চমগণকে
উত্তর: B
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৭ [PREV]

Comments
Post a Comment