নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সামাজিক ঘটনাস্রোত
✸প্রশ্ন:১
বৈদিক বর্ণপ্রথায় সবার নীচে স্থান ছিল—
বৈদিক বর্ণপ্রথায় সবার নীচে স্থান ছিল—
(a) বৈশ্যদের
(b) শূদ্রদের
(c) ব্রাত্যদের
(d) নিষাদদের
উত্তর: B
✸প্রশ্ন:২
কৌটিল্য দাসপ্রথাকে বলেছেন —
(a) অনই
(b) অযৌক্তিক
(c) ম্লেচ্ছ
(d) সঠিক প্রথা
উত্তর: C
✸প্রশ্ন:৩
‘বর্ণপ্রথা’ ও ‘জাতিপ্রথা’ যে দেশের বৈশিষ্ট্য ছিল—
(a) ভারত
(b) মিশর
(c) এথেন্স
(d) চিনের
উত্তর: A
✸প্রশ্ন:৪
ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার সূচনা হয়েছিল—
(a) ঋগবৈদিক যুগে
(b) পরবর্তী বৈদিক যুগে
(c) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে
(d) নব্য ধর্মীয় আন্দোলনের যুগে
উত্তর: A
✸প্রশ্ন:৫
ব্রহ্মার দেহের যে অংশ থেকে ক্ষত্রিয়দের উদ্ভব হয়েছে বলে ঋগবেদে উল্লেখ আছে, তা হল—
(a) চরণযুগল
(b) ঊরুদেশ
(c) মুখমণ্ডল
(d) বাহুদ্বয়
উত্তর: D
✸প্রশ্ন:৬
অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন যে, ভারতে জাতিপ্রথা সুস্পষ্ট হয়ে উঠেছিল—
(a) ঋগবেদের যুগ
(b) সামবেদের যুগ
(c) যজুর্বেদের যুগে
(d) অথর্ববেদের যুগে
উত্তর: C
✸প্রশ্ন:৭
ঋগবেদের সমাজ ছিল—
(a) পিতৃতান্ত্রিক
(b) মাতৃতান্ত্রিক
(c) দলপতি নির্ভর
(d) গােষ্ঠীনির্ভর
উত্তর: A
✸প্রশ্ন:৮
‘পুরুষসূক্ত’ অনুযায়ী ব্রাহ্মণের উৎপত্তি হয়েছিল আদিপুরুষের—
(a) হাত থেকে
(b) নাভি থেকে
(c) মুখগহ্বর থেকে
(d) ঊরু থেকে
উত্তর: C
✸প্রশ্ন:৯
ঋগবেদে ‘দাস’ বা ‘দস্যু’ বলা হয়েছে—
(a) ক্ষত্রিয়দের
(b) অনার্যদের
(c) শূদ্রদের
(d) বৈশ্যদের
উত্তর: B
✸প্রশ্ন:১০
ঋবৈদিক যুগে বর্ণব্যবস্থা কীসের ভিত্তিতে গড়ে উঠেছিল ?
(a) ধর্ম
(b) কর্ম
(c) বংশমর্যাদা
(d) গায়ের রং
উত্তর: B
👉সামাজিক ঘটনাস্রোত সেট ২ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৪ [NEXT]
Comments
Post a Comment