বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সামাজিক ঘটনাস্রোত
✸প্রশ্ন:১
বৈদিক বর্ণপ্রথায় সবার নীচে স্থান ছিল—
বৈদিক বর্ণপ্রথায় সবার নীচে স্থান ছিল—
(a) বৈশ্যদের
(b) শূদ্রদের
(c) ব্রাত্যদের
(d) নিষাদদের
উত্তর: B
✸প্রশ্ন:২
কৌটিল্য দাসপ্রথাকে বলেছেন —
(a) অনই
(b) অযৌক্তিক
(c) ম্লেচ্ছ
(d) সঠিক প্রথা
উত্তর: C
✸প্রশ্ন:৩
‘বর্ণপ্রথা’ ও ‘জাতিপ্রথা’ যে দেশের বৈশিষ্ট্য ছিল—
(a) ভারত
(b) মিশর
(c) এথেন্স
(d) চিনের
উত্তর: A
✸প্রশ্ন:৪
ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার সূচনা হয়েছিল—
(a) ঋগবৈদিক যুগে
(b) পরবর্তী বৈদিক যুগে
(c) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে
(d) নব্য ধর্মীয় আন্দোলনের যুগে
উত্তর: A
✸প্রশ্ন:৫
ব্রহ্মার দেহের যে অংশ থেকে ক্ষত্রিয়দের উদ্ভব হয়েছে বলে ঋগবেদে উল্লেখ আছে, তা হল—
(a) চরণযুগল
(b) ঊরুদেশ
(c) মুখমণ্ডল
(d) বাহুদ্বয়
উত্তর: D
✸প্রশ্ন:৬
অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন যে, ভারতে জাতিপ্রথা সুস্পষ্ট হয়ে উঠেছিল—
(a) ঋগবেদের যুগ
(b) সামবেদের যুগ
(c) যজুর্বেদের যুগে
(d) অথর্ববেদের যুগে
উত্তর: C
✸প্রশ্ন:৭
ঋগবেদের সমাজ ছিল—
(a) পিতৃতান্ত্রিক
(b) মাতৃতান্ত্রিক
(c) দলপতি নির্ভর
(d) গােষ্ঠীনির্ভর
উত্তর: A
✸প্রশ্ন:৮
‘পুরুষসূক্ত’ অনুযায়ী ব্রাহ্মণের উৎপত্তি হয়েছিল আদিপুরুষের—
(a) হাত থেকে
(b) নাভি থেকে
(c) মুখগহ্বর থেকে
(d) ঊরু থেকে
উত্তর: C
✸প্রশ্ন:৯
ঋগবেদে ‘দাস’ বা ‘দস্যু’ বলা হয়েছে—
(a) ক্ষত্রিয়দের
(b) অনার্যদের
(c) শূদ্রদের
(d) বৈশ্যদের
উত্তর: B
✸প্রশ্ন:১০
ঋবৈদিক যুগে বর্ণব্যবস্থা কীসের ভিত্তিতে গড়ে উঠেছিল ?
(a) ধর্ম
(b) কর্ম
(c) বংশমর্যাদা
(d) গায়ের রং
উত্তর: B
👉সামাজিক ঘটনাস্রোত সেট ২ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৪ [NEXT]

Comments
Post a Comment