নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সামাজিক ঘটনাস্রোত
✸প্রশ্ন:১
মিশরের প্রথম ফ্যারাও ছিলেন—
মিশরের প্রথম ফ্যারাও ছিলেন—
(a) মেনেস
(b) আমেনহােটেপ
(c) তুতেনখামেন
(d) রামােসিস
উত্তর: A
✸প্রশ্ন:২
মিশরের শাসক চতুর্দশ টলেমিকে হত্যা করেন—
(a) জুলিয়াস সিজার
(b) অ্যান্টনি
(c) ক্লিওপেট্রা
(d) ব্রুটাস
উত্তর: C
✸প্রশ্ন:৩
স্বামী আখেনাতেনের সহকারী হিসেবে মিশরের শাসন পরিচালনা করেন—
(a) আঁখেসিনপাটেন
(b) আইসিস
(c) ক্লিওপেট্রা
(d) নেফারতিতি
উত্তর: D
✸প্রশ্ন:৪
পঞ্চদশ টলেমি (সিজারিয়ন) ছিলেন ক্লিওপেট্রার—
(a) পুত্র
(b) পিতা
(c) স্বামী
(d) বন্ধু
উত্তর: A
✸প্রশ্ন:৫
প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি—
(a) পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন
(b) মিশরের শেষ ফ্যারাও ছিলেন
(c) আখেনাতেন শহর নির্মাণ করেন
(d) আখেনাতেনের প্রধানা মহিষী ও সহশাসক ছিলেন
উত্তর: D
✸প্রশ্ন:৬
জুলিয়াস সিজার যে রানির রূপে অত্যন্ত মুগ্ধ হন, তিনি হলেন—
(a) নেফারতিতি
(b) ক্লিওপেট্রা
(c) নূরজাহান
(d) দুর্গাবতী
উত্তর: B
✸প্রশ্ন:৭
নেফারতিতি ও ক্লিওপেট্রা কোন্ দেশের নারী ছিলেন ?
(a) রোমের
(b) গ্রিসের
(c) মিশরের
(d) পারস্যের
উত্তর: C
✸প্রশ্ন:৮
প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ছিলেন—
(a) ফ্যারাও খুফুর স্ত্রী
(b) ফ্যারাও আখেনাতেনের স্ত্রী
(c) ফ্যারাও তুতেনখামেনের স্ত্রী
(d) ফ্যারাও রামসিসের স্ত্রী
উত্তর: B
✸প্রশ্ন:৯
প্রাচীন মিশরীয় ফ্যারাও ক্লিওপেট্রা—
(a) নিজের ভাই দ্বাদশ টলেমিকে বিবাহ করেছিলেন
(b) জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন
(c) অ্যাকটিয়ামের যুদ্ধে জয়লাভ করেছিলেন
(d) ‘অ্যাসপ’ নামের সাপের ছােবলে আত্মহত্যা করেন
উত্তর: D
✸প্রশ্ন:১০
নেফারতিতি ছিলেন আখেনাতেনের—
(a) বোন
(b) কন্যা
(c) পত্নী
(d) মা
উত্তর: C
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৩ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৫[NEXT]
Comments
Post a Comment