বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সামাজিক ঘটনাস্রোত
✸প্রশ্ন:১
মিশরের প্রথম ফ্যারাও ছিলেন—
মিশরের প্রথম ফ্যারাও ছিলেন—
(a) মেনেস
(b) আমেনহােটেপ
(c) তুতেনখামেন
(d) রামােসিস
উত্তর: A
✸প্রশ্ন:২
মিশরের শাসক চতুর্দশ টলেমিকে হত্যা করেন—
(a) জুলিয়াস সিজার
(b) অ্যান্টনি
(c) ক্লিওপেট্রা
(d) ব্রুটাস
উত্তর: C
✸প্রশ্ন:৩
স্বামী আখেনাতেনের সহকারী হিসেবে মিশরের শাসন পরিচালনা করেন—
(a) আঁখেসিনপাটেন
(b) আইসিস
(c) ক্লিওপেট্রা
(d) নেফারতিতি
উত্তর: D
✸প্রশ্ন:৪
পঞ্চদশ টলেমি (সিজারিয়ন) ছিলেন ক্লিওপেট্রার—
(a) পুত্র
(b) পিতা
(c) স্বামী
(d) বন্ধু
উত্তর: A
✸প্রশ্ন:৫
প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি—
(a) পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন
(b) মিশরের শেষ ফ্যারাও ছিলেন
(c) আখেনাতেন শহর নির্মাণ করেন
(d) আখেনাতেনের প্রধানা মহিষী ও সহশাসক ছিলেন
উত্তর: D
✸প্রশ্ন:৬
জুলিয়াস সিজার যে রানির রূপে অত্যন্ত মুগ্ধ হন, তিনি হলেন—
(a) নেফারতিতি
(b) ক্লিওপেট্রা
(c) নূরজাহান
(d) দুর্গাবতী
উত্তর: B
✸প্রশ্ন:৭
নেফারতিতি ও ক্লিওপেট্রা কোন্ দেশের নারী ছিলেন ?
(a) রোমের
(b) গ্রিসের
(c) মিশরের
(d) পারস্যের
উত্তর: C
✸প্রশ্ন:৮
প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ছিলেন—
(a) ফ্যারাও খুফুর স্ত্রী
(b) ফ্যারাও আখেনাতেনের স্ত্রী
(c) ফ্যারাও তুতেনখামেনের স্ত্রী
(d) ফ্যারাও রামসিসের স্ত্রী
উত্তর: B
✸প্রশ্ন:৯
প্রাচীন মিশরীয় ফ্যারাও ক্লিওপেট্রা—
(a) নিজের ভাই দ্বাদশ টলেমিকে বিবাহ করেছিলেন
(b) জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন
(c) অ্যাকটিয়ামের যুদ্ধে জয়লাভ করেছিলেন
(d) ‘অ্যাসপ’ নামের সাপের ছােবলে আত্মহত্যা করেন
উত্তর: D
✸প্রশ্ন:১০
নেফারতিতি ছিলেন আখেনাতেনের—
(a) বোন
(b) কন্যা
(c) পত্নী
(d) মা
উত্তর: C
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৩ [PREV]
👉সামাজিক ঘটনাস্রোত সেট ৫[NEXT]

Comments
Post a Comment